কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুর নেতৃত্বে চলা স্বনির্ভর গোষ্ঠীর জন্য জোড়ালো সওয়াল করলেন৷ তিনি ব্যাংকগুলিকে পরামর্শ দিয়েছেন ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুর নেতৃত্বে চলা স্বনির্ভর গোষ্ঠীকে ঋণ দেওয়ার ব্যাপারে কোনও রকম দ্বিধা ত্যাগ করা উচিত যদি দেখা যায় সেখানে কোনও বিশ্বাসযোগ্য নেতৃত্ব রয়েছে৷ তাঁর মতে, সামাজিক ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুর নেতৃত্বে চলা কোনও আন্দোলনকে বিশ্বাসযোগ্য গ্রাহক মনে করে ব্যাংক সহজেই ঋণ দিতে পারে৷
শ্রী ক্ষেত্র ধর্মশালা রুরাল প্রোজেক্ট আয়োজিত চারদিনের আন্তর্জাতিক সম্মেলনে উদ্বোধনে এসে বুধবার তিনি একথা জানান৷
সীতারমন সেখানে এসে প্রশংসা করেন ধর্মাধিকারী ডাঃ ডি বীরেন্দ্র হেগড়ের যার কর্ণাটকে ৪.৭৫ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে যাতে ৪২ লক্ষ পরিবার যুক্ত রয়েছে৷ ভাল প্রতিষ্ঠান, ভাল ব্যাংক নাবার্ড এবং সিডবি মিলে ধর্মাধিকারীকে সঙ্গে নিয়ে এই সমাজে অলৌকিক ঘটনা ঘটিয়ে দিয়েছে বলে তিনি জানান৷
অর্থমন্ত্রী জানান, সরকার মুদ্রা ঋণ চালু করেছে উদ্যোগপতিদের উৎসাহ দিতে এবং এদের সংখ্যাগরিষ্ঠই সুবিধাভোগীই মহিলা যারা ঋণ পেয়েছে কোনও রকম জামিন ছাড়াই৷ ব্যাংকে পরামর্শ দিয়েছেন, সামাজিক, ধর্মীয় এবং আধ্যাত্মিক নেতৃত্ব যা তাদের প্রতিষ্ঠানগত শক্তি যা তারা খোঁজে ৷ সেজন্য তিনি জানিয়েছেন, এই বিষয়ে সমস্ত রকম দ্বিধা কাটিয়ে সেই সব গোষ্ঠীকে ঋণ দিতে যাদের পিছনে বিশ্বাসযোগ্য নেতৃত্ব রয়েছে ৷
তিনি মনে করান যখন এই মুদ্রা ঋণ চালু হয় তখন প্রাথমিক ভাবে দ্বিধা ছিল বিভিন্ন ঋণ দাতা প্রতিষ্ঠানের মধ্যে – এই রে সরকার চাইছে ঋণ দিতে কোনও জামিন ছাড়াই৷ তাহলে তো ব্যাংকগুলি শেষ হয়ে যাবে ৷ কিন্তু ব্যাংক শেষ হবে না৷ ব্যাংক আপনার সামনে এসে বলবে এটা সফল৷ ঋণের টাকা ফেরত দিচ্ছে ৷ দ্রারিদ্র দূরীকরণের দিকটা বিশ্বাসযোগ্যভাবে নজর করা হয়েছে ৷ তাই তা কাজ করছে বলে দাবি করেন সীতারমন৷ তিনি মনে করার জুলাই মাসে তিনি বাজেট পেশ করেন যাতে ঘোষণা করা হয়েছিল মু্দ্রা প্রকল্পে মহিলাদের এক লক্ষ টাকা পর্যন্ত ঋণ মিলবে ৷