ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল কলকাতা পুরসভার অ্যাসেসমেন্ট বিভাগের ইন্সপেক্টর শান্তনু মজুমদারের (৫০)। বৃহস্পতিবার রাতে বাইপাসের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে ডেঙ্গি মোকাবিলায় কলকাতা পুরসভার উদাসীনতার ছবি সামনে এসেছে।
ডেঙ্গিতে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন পুরসভার অফিসার শান্তনু মজুমদার। খড়দহের বাসিন্দা শান্তনুবাবু পুরসভার দীর্ঘ দিনের কর্মী ছিলেন। আইএনটিটিইউসি (INTTUC) সংগঠনের নেতাও ছিলেন। খুব জনপ্রিয় কর্মী হিসেবে সকলের কাছে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া ঘনিষ্ঠ মহলে। আজ সকাল ১০ টায় হাসপাতাল থেকে তাঁর দেহ নিয়ে প্রথমে পুরসভার সদর কার্যালয়ে নিয়ে যাওয়া হবে। সেখানে ১ ঘন্টা দেহ শায়িত থাকার পর তা খড়দহে নিয়ে যাওয়া হবে। সেখানেই তাঁর শেষ কৃত্য সম্পন্ন হবে।
পুজোর পর থেকেই কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। যা নিয়ে উদ্বিগ্ন পুরকর্তাদের একাংশ। তারা এই পরিস্থিতির বরো অফিসারদের দায়ী করছে। বৃহস্পতিবার ডেঙ্গি নিয়ন্ত্রণে একটি বৈঠক করেন পুরকর্তারা। সেখানে জানানো হয়েছে, গত সেপ্টেম্বরে ডেঙ্গি রোগীর সংখ্যা যা ছিল, অক্টোবরে তা প্রায় চার গুণ বেড়ে গিয়েছে। এই মুহূর্তের শহরের তিনটি বরো এলাকার ১২ টি ওয়ার্ডের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে চিন্তিত পুরসভা।