ব্যাঙ্গালোরের দীর্ঘ ৩ কিলোমিটার রাস্তা একটানা দৌড়ে চিকিৎসকের মানবধর্ম পালন করে হাসপাতালে পৌঁছে অপারেশন করলেন মানবদরদী এই চিকিৎসক,যার জন্য সকাল থেকে অপেক্ষায় ছিলেন রোগীরা। এই ভেবে দেরি না করে মাঝপথে গাড়ি থেকে নেমে প্রায় ৪৫ মিনিট দৌড়ে তিন কিলোমিটার রাস্তা পেরিয়ে হাসপাতালে পৌঁছলেন বেঙ্গালুরুর এক চিকিৎসক …….
বেঙ্গালুরুর মণিপাল হাসপাতালে কর্মরত ওই চিকিৎসক গোবিন্দ নন্দকুমারের এই ঘটনাকে কুর্নিশ জানাচ্ছেন সকলেই। হাসপাতালের উদ্দেশে রওনা দিলেও প্রবল বৃষ্টির জেরে রাস্তায় জল জমে যানজট তৈরি হয়। সরজাপুর-মারাঠাহাল্লি রাস্তায় যানজটে আটকে পড়ে তাঁর গাড়ি। হাসপাতালে গিয়েই রোগীদের গলব্লাডার অস্ত্রোপচার করার কথা ওই চিকিৎসকের। তাই রোগীদের কথা ভেবেই শেষমেশ গাড়ি থেকে নেমে দৌড় শুরু করেন নন্দকুমার …….
ওই চিকিৎসক বলেছেন,‘‘আমাকে মণিপাল হাসপাতালে পৌঁছতেই হত। প্রবল বৃষ্টি ও জমা জলের জেরে কয়েক কিমি রাস্তায় যানজট ছিল। আমি তাই সময় নষ্ট করতে চাইনি। অস্ত্রোপচারের জন্য রোগীরা না খেয়ে রয়েছেন। ফলে ওঁরা অনন্তকাল ধরে অপেক্ষা করুন,সেটা চাইনি। সে কারণেই দৌড়ে যাওয়ার সিদ্ধান্ত নিই।’’ …..
সংবাদ সংস্থা সূত্রে খবর,বিগত ১৮ বছর ধরে একাধিক জটিল অস্ত্রোপচার করেছেন নন্দকুমার। চিকিৎসক হিসাবে তাঁর সুখ্যাতিও রয়েছে। রোগীদের কথা ভেবে যে ভাবে দৌড়ে হাসপাতালে গেলেন ওই চিকিৎসক,তাতে মোহিত সকলেই …..
2023-09-19