নামোল্লেখ না করে ধূপগুড়ি মহকুমা তৈরির ঘোষণা নিয়ে রাজ্যের শাসক দলকে তির্যক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শনিবার তিনি এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “বাসে, ট্রামে, লোকাল-ট্রেনে উঠলে একটা লেখা চোখে পড়ে:- মালের দায়িত্ব আরোহীর। ঠিক তেমনই পিসির প্রতিশ্রুতির ভোজবাজির অথবা কথার জাগলারির দায়িত্ব ভাইপো কেন নেবে?
আর চাকরি দেওয়ার কর্তৃত্ব সত্যিই যার নেই; কারণ সে সরকারের কেউ নয়; সেই আবার কোন জাদু বলে মহকুমা প্রতিষ্ঠা করার ঘোষণা করবার এখতিয়ার অর্জন করে ফেলে?
আসলে মহকুমা প্রতিষ্ঠা করা, একটা কলমের খোঁচায় হয়ে যায়। পরবর্তীতে প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে কিনা ও পরিষেবা প্রদান করা গেল কিনা তার বিশ্লেষণ পরে হবে। মানুষ আপাতত ঘোষণায় সন্তুষ্ট। কিন্তু পশ্চিমবঙ্গে চাকরি দেওয়া অত সহজ নয়।
সরকারি চাকরি বিক্রির বিনিময়ে অর্থ উপার্জন করার পরিস্থিতির ওপর মহামান্য আদালতের কড়া নজরদারির জন্য তা যে বড় কঠিন কাজ। এবং দেউলিয়া সরকারের ফাঁকা কোষাগার থেকে চাকরিতে যোগ দেওয়া ব্যক্তিদের বেতন দেওয়াও যে সম্ভব নয়।”
প্রসঙ্গত, সম্প্রতি তৃণমূল সাংসদ ধূপগুড়ি উপনির্বাচনের দু’দিন আগে জনসভায় প্রতিশ্রুতি দিয়ে আসেন, ডিসেম্বর মাসের মধ্যে বহুপ্রতিক্ষীত মহকুমার মর্যাদা পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ভোটে জেতার ক’দিনের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ যাত্রার প্রাক্কালে এই মহকুমা মর্যাদা দেওয়ার কথা ঘোষণা করেন।