ফের পাকিস্তানের চরম অপমান আন্তর্জাতিক আদালতে। কুলভূষণ মামলায় ভিয়েনা কনভেনশনের নিয়ম লঙ্ঘন করেছে পাক সরকার। এনিয়ে চরম অপমানের মুখে পরতে হয় তাঁদের।
চলতি বছরের সেপ্টেম্বর মাসে জানিয়ে দেওয়া হয়েছিল, আর কোনও ভারতীয় কূটনীতিককে দ্বিতীয়বার কনসুলার অ্যাকসেস দেওয়া হবে না৷ পাকিস্তান বিদেশমন্ত্রকের মুখপাত্র ড: মহম্মদ ফয়জল বৃহস্পতিবার জানিয়ে দেন কুলভূষণের ক্ষেত্রে আর কোনও কনসুলার অ্যাকসেস পাবে না ভারত৷
তেসরা সেপ্টেম্বর পাকিস্তানে ভারতের ডেপুটি হাই কমিশনার গৌরব আলুওয়ালিয়ার সঙ্গে দেখা হয় কুলভূষণ যাদবের৷ পাকিস্তানের বিদেশমন্ত্রকে সেদিন বেলা সাড়ে এগারোটা নাগাদ পৌঁছন তিনি৷ তারপরেই কথা বলতে দেওয়া হয় কুলভূষণের সঙ্গে৷
বৈঠক শেষে ভারতের বিদেশমন্ত্রক জানায়, পাকিস্তানের চাপে পড়ে কুলভূষণ তাদের শেখানো কথাই বলতে বাধ্য় হয়েছেন৷
পরবর্তী বৈঠকের অপেক্ষায় রয়েছে ভারত৷ কিন্তু সত্য়ি সামনে এসে যাওয়ার ভয়ে দ্বিতীয়বার কনসুলার অ্যাকসেস দিতে আর রাজি নয় পাকিস্তান৷ বৃহস্পতিবার সেকথাই জানিয়ে দেওয়া হল ইসলামাবাদের তরফে৷
এর আগে, পাকিস্তানের ট্যুইটের প্রেক্ষিতে নয়াদিল্লি জানায় কনসুলার অ্যাকসেস সংক্রান্ত পাকিস্তানের প্রস্তাব মেনে নেওয়া হচ্ছে৷ তবে শান্তিপূর্ণ ও ইতিবাচক আলোচনার আশা পাকিস্তানের কাছ থেকে করে ভারত৷ সঠিক ও উপযুক্ত পরিবেশ পেলে তবেই কনসুলার অ্যাকসেস সাফল্য পাবে বলে জানিয়ে দেয় নয়াদিল্লি৷
উল্লেখ্য, গত তিন বছর ধরে কুলভূষণ যাদবের কনসুলার অ্যাকসেস চেয়ে আসছে ভারত৷ কিন্তু তা মানতে চায়নি পাকিস্তান। পরে আন্তর্জাতিক আদালতে মুখ পোড়ে পাকিস্তানের। জানিয়ে দেওয়া হয় পাকিস্তানকে অবশ্যই কনস্যুলার অ্যাকসেস দিতে হবে।