রাজ্যের আসন্ন উপনির্বাচন শান্তিতে চান রাজ্যপাল জগদীপ ধনকড়৷ অন্যদিকে গত লোকসভা নির্বাচনে অশান্তি নিয়ে রাজ্যের সমালোচনা করলেন তিনি।
বৃহস্পতিবার সেন্ট্রাল অ্যাভিনিউতে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিতে মালা দিয়ে তাঁকে শ্রদ্ধা জানান রাজ্যপাল৷ এদিন ছিল বল্লভভাই প্যাটেলের ১৪৪তম জন্মদিন৷ সারা দেশ জুড়ে পালিত হল তাঁর জন্মদিন৷ এই রাজ্যেও একটি অনুষ্ঠানে রাজ্যপাল হাজির ছিলেন৷ বল্লভভাই প্যাটেলের মূর্তিতে মালা দিয়ে রাজ্যপাল রাজ্যের ভোট নিয়ে মন্তব্য করেন৷ তিনি বলেন, আমি আশা করব আগামী উপনির্বাচনগুলি শান্তিতে হবে।এই রাজ্যের মানুষ ভোটে হিংসা চান না৷ মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়া হোক৷
পাশাপাশি নাম না করে রাজ্য সরকারের ফের সমালোচনা করেন রাজ্যপাল৷ লোকসভা নির্বাচনে অশান্তি ও রক্তপাতের প্রসঙ্গ তুলে রাজ্যপাল বলেন, লোকসভা ভোট থেকে শিক্ষা নিক রাজ্য। আসন্ন উপ নির্বাচন শান্তিপূর্ণ হোক৷ গত লোকসভা নির্বাচনের সময় এরাজ্য সম্বন্ধে সারা দেশে যে ধারণা তৈরি হয়েছিল, আশা করি আসন্ন নির্বাচনে তার থেকে বেরিয়ে আসতে পারব আমরা।
গতকাল কাশ্মীরে জঙ্গিহানারও নিন্দা করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়৷ জঙ্গিহানায় বাংলার ৫ শ্রমিকের মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা করেন তিনি৷ গত বুধবার ট্যুইটে কাশ্মীরের ঘটনার তীব্র নিন্দা করেন রাজ্যপাল৷ ট্যুইটে তিনি জানান, ‘আমি দুঃখিত ও মর্মাহত ৷ নৃশংস খুনের নিন্দার ভাষা নেই ৷ কাপুরুষোচিত আক্রমণ জঙ্গিদের ৷ এরা মানবতার শত্রু ৷ এই ঘটনায় সকলের নিন্দা করা উচিত৷’
প্রসঙ্গত, গত মঙ্গলবার কাশ্মীরের কুলগামে ভয়াবহ জঙ্গিহামলায় প্রাণ গিয়েছে পশ্চিমবঙ্গের পাঁচ জওয়ানের। সেই ঘটনায় আরও একজন গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন৷