ভারত সবাইকে নিয়ে চলায় বিশ্বাস করেঃ মোহন ভাগবত
১০ই সেপ্টেম্বর‚ রবিবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এর সরসঙ্ঘচালক মোহন ভাগবত এক বক্তৃতায় ভারতের আন্তর্জাতিক দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলে যে পৃথিবীর অনেক দেশ ভারতের মুখাপেক্ষী হয়ে আছে‚ কারণ ভারত সবাইকে সাথে নিয়ে চলতে বিশ্বাস করে।
রবিবার নামধারী আন্তর্জাতিক সদর দফতর ভাইনি সাহেবে সতগুরু প্রতাপ সিং এবং মাতা ভূপিন্দর কৌরের স্মরণে আয়োজিত নামধারী মিশন দ্বারা আয়োজিত একটি মণ্ডলীতে ভাষণ দিতে গিয়ে এই বিবৃতি দেন মোহন ভাগবত। তিনি বলেন‚ “ভারতের কাজ হল ভারসাম্য তৈরি করা। এবং সে তার ভূমিকা খুব ভালভাবে পালন করছে। ভারত স্বার্থপর দেশ নয়। সে সবাইকে সঙ্গে নিয়ে চলতে বিশ্বাস করে”।
তিনি আরও বলেন যে সমাজে বিভেদ সৃষ্টি করা শক্তিগুলি কেবল দেশ নয়, বিশ্বেরও ক্ষতি করছে এবং তাদের বিরুদ্ধে যৌথভাবে লড়াই করতে হবে।
ভাগবত বলেছিলেন যে ভারতকে পুরো বিশ্বকে একটি নতুন পথ দেখাতে হবে এবং একইসাথে তার ঐতিহ্য, সংস্কৃতি এবং ঐতিহ্যকেও এগিয়ে নিয়ে যেতে হবে। তাঁর মতে “ধর্মের অর্থ একত্রিত হওয়া, এটি বিচ্ছিন্নতার কথা বলে না”।
অনুষ্ঠানের আগে সরসঙ্ঘচালক কড়া নিরাপত্তার মধ্যে ভাইনি সাহেবে পৌঁছান এবং নামধারী সম্প্রদায়ের সতগুরু উদয় সিংহের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেছিলেন।
ভাগবত দিল্লি থেকে ট্রেনে শনিবার লুধিয়ানা পৌঁছান এবং এখানে রাজ্য আরএসএস সদর দফতরে অবস্থান করেছিলেন।
সৌভিক দত্ত