সব্যসাচী দত্তকে ‘Y’ ক্যাটেগরির নিরাপত্তা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর

বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র তথা বর্তমান বিজেপি নেতা সব্যসাচী দত্তের নিরাপত্তা বাড়ানো হল৷ ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ আজ বুধবার থেকে তার নিরাপত্তায় থাকছেন কেন্দ্রীয় বাহিনী৷

উল্লেখ্য, পুজোর আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত৷ তারপর রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তা তুলে নেয় সরকার৷ তা নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন৷ একদিনের নোটিশে তুলে নেওয়া হয় তার নিরাপত্তায় থাকা রাজ্য পুলিশের নিরাপত্তারক্ষীদের৷

পুজোর মুখে বিধাননগর পুলিশ কমিশনারেট একটি চিঠি দিয়ে সব্যসাচী দত্তকে জানান হয় ,পুজোর জন্য বাড়তি ফোর্স দরকার, তাই তার নিরাপত্তায় থাকা রাজ্য সরকারের নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়া হচ্ছে৷ সেই চিঠির উত্তরও দিয়েছিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া সব্যসাচী দত্ত৷ তার অভিযোগ, বিধাননগর পুলিশ কমিশনারেট তার উত্তর তো দেয়নি৷ এমনকি পুজো শেষ হয়ে গেলেও ফিরিয়ে দেওয়া হয়নি রাজ্য সরকারের নিরাপত্তারক্ষীদের৷

এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বিজেপি নেতা সব্যসাচী দত্তের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে৷ তাকে দেওয়া হয়েছে ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা৷

সূত্রের খবর,সব্যসাচীর নিরাপত্তায় থাকছে ১২-১৩ জন কেন্দ্রীয় বাহিনী৷ আজ বুধবার থেকেই এই নিরাপত্তা পাচ্ছেন তিনি৷

সব্যসাচী দত্ত জানান, গতকাল কেন্দ্রীয় সরকারের সিআইএসএফ, রাজ্য সরকারের এসবি থেকে এসেছিলেন৷ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর থেকে একটি চিঠি দিয়ে জানান হয়, আমার নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে৷ তবে কেন এই ব্যবস্থা তা জানি না৷

পুজোর মুখে নেতাজি ইন্ডোরে অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দেন বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র তথা রাজারহাট-নিউ টাউনের বিধায়ক সব্যসাচী দত্ত৷ সেদিন বিজেপিতে নাম লিখিয়েই তিনি বিস্ফোরক মন্তব্য করেন৷ এনআরসি ইস্যুতে জোড়াল সওয়াল করেন সব্যসাচী। বলেন, অনুপ্রবেশকারীদের কোনও জায়গা নেই। বাংলাকে পাকিস্তান বানানোর চক্রান্ত চলছে। বাংলা যেন পাকিস্তান না হয়ে যায়। তাই বাংলায় এনআরসি হউক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.