Argentina: মেসিরা নামছেন মাঠে, সঙ্গে লিটার লিটার অক্সিজেন! কিন্তু কেন?

গত ডিসেম্বরে কাতারে বিশ্বচ্যাম্পিয়ন (FIFA World Cup 2022) হয়েছিল আর্জেন্টিনা (Argentina)। লিওনেল স্কালোনির শিষ্য়রা ২০২৬ বিশ্বকাপের (FIFA World Cup 2026) বাছাই পর্বের অ্যাসাইনমেন্টে এখন। গত বৃহস্পতিবার বুয়েনস আইরেসের এস্তাদিও মাস মোনুমেন্টাল স্টেডিয়ামে আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল ইকুয়েডরের (Argentina vs Ecuador)। মেসির একমাত্র গোলে আর্জেন্টিনা ১-০ গোলে হারায় ইকুয়েডরকে। জিতেই মেসিরা ছাব্বিশের কাপযুদ্ধের প্রস্তুতি শুরু করেছেন। ফের মেসিরা নামছেন মাঠে। এবার প্রতিপক্ষ বলিভিয়া (Bolivia Vs Argentina)। জানা যাচ্ছে ক্লান্তির জন্য নাকি এলএমটেন বলিভিয়ার বিরুদ্ধে মাঠে নামবেন না। বাকি দল একই রাখার ইচ্ছা রয়েছেন স্কালোনির। 

বিগত কয়েক ঘণ্টায় সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে, আর্জেন্টিনার ফুটবলাররা পোর্টেবল অক্সিজেন ক্য়ান নিয়ে এসেছেন। এখন প্রশ্ন কেন মেসি অ্যান্ড কোং লিটার লিটার অক্সিজেন নিয়ে ঘুরছেন। ঘটনাচক্রে যে মাঠে খেলা হবে, সেই মাঠ সমুদ্রপৃষ্ঠ থেকে ১১ হাজার ৯৪২ ফুট উচ্চতায়! এত উঁচুতে ফুটবল খেলা কার্যত কঠিন। অতীতেও একাধিক ফুটবলারের শ্বাসকষ্ট হয়েছে। এছাড়াও একাধিক সমস্যার মুখে পড়তে হয়েছে। ফলে ব্য়ক্তিগত অক্সিজেন ক্যানিস্টার এখানে টিকে থাকার অস্ত্র।

কোন তারিখে আর্জেন্টিনা-বলিভিয়া ম্যাচ অনুষ্ঠিত হবে?
১৩ সেপ্টেম্বর (অর্থাৎ ১২ সেপ্টেম্বর রাতে) আর্জেন্টিনা-বলিভিয়া ম্যাচ অনুষ্ঠিত হবে।

কোথায় আর্জেন্টিনা-বলিভিয়া ম্যাচ অনুষ্ঠিত হবে?
বলিভিয়ার হার্নান্দো সাইলস স্টেডিয়ামে আর্জেন্টিনা-বলিভিয়া ম্যাচ অনুষ্ঠিত হবে।
 
কখন আর্জেন্টিনা-বলিভিয়া ম্যাচ অনুষ্ঠিত হবে?
ভারতীয় সময়ে রাত ১টা ৩০ মিনিটে আর্জেন্টিনা-বলিভিয়া ম্যাচ অনুষ্ঠিত হবে।

কোন টিভি চ্যানেলে আর্জেন্টিনা-বলিভিয়া ম্যাচ দেখানো হবে?
ভারতের কোনও টিভি চ্যানেলে আর্জেন্টিনা-বলিভিয়া ম্যাচ দেখানো হবে না। তবে ফিফা টিভিতে দেখা যাবে।

অনলাইনে কীভাবে আর্জেন্টিনা-বলিভিয়া ম্যাচ দেখা যাবে?
অনলাইনে DAZN অ্যাপে  আর্জেন্টিনা-বলিভিয়া ম্যাচ দেখা যাবে।

২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বে এবার দক্ষিণ আমেরিকার লেগে আর্জেন্টিনা ছাড়াও বলিভিয়া, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, প্য়ারাগুয়ে, পেরু, উরুগুয়ে, ভেনেজুয়েলা ও ইকুয়েডর রয়েছে।ছাব্বিশের বিশ্বকাপ হতে চলেছে ঐতিহাসিক ইভেন্ট। অংশ নিচ্ছে ৪৮ দল। যার ফলে দক্ষিণ আমেরিকা থেকে চারের বদলে ছয় দলের কাছে থাকছে কাপযুদ্ধের মূলপর্বে সরাসরি অংশ নেওয়ার। আবার সপ্তম স্থানে শেষ করা দলও আন্তঃমহাদেশীয় প্লেঅফ খেলে বিশ্বকাপে জায়গা করে নিতে পারবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.