ভারতে পা রাখলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষির সুনাক। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারত সফরে এসেছেন আজ মূলত জি-২০ মতো মেগা ইভেন্টে অংশগ্রহণ করবেন বলে। তবে ভারতে এসেই আবারো জানিয়ে দিলেন তিনি একজন গর্বিত হিন্দু। এবারের ভারত সফরে তিনি মন্দিরে যেতে চান।
ঋষি সুনাক বলেন, “আমি গর্বিত হিন্দু। সেভাবেই আমি বড় হয়েছি।” তিনি জানান, “যেহেতু আমি কয়েকদিন এখানে রয়েছি, আমি আশা করছি আমি মন্দিরে যেতে পারব।” হাতে বাঁধা রাখী দেখিয়ে সুনাক বলেন, সদ্য আমাদের রাখি বন্ধন উৎসব হয়েছে। আমার বোনেদের কাছ থেকে রাখী পেয়েছি।তবে কাজের চাপে জন্মাষ্টমী পালনের সুযোগ পাইনি। তবে এবার যদি কোনো মন্দিরে যেতে পারি হয়তো সেই আশা পূরণ হবে।
ব্রিটেনের রাষ্ট্র নেতা হয়েও তিনি হিন্দু ধর্মাবলম্বী। সেই প্রসঙ্গে হাসিমুখে সুনাক- এর ব্যাখ্যা,” জীবনে কোনো কিছুতে আস্থা রাখা গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমার মত কাজের ক্ষেত্রে শক্তি সামর্থ্য থেকে স্থিরতা এগুলো পেতে কোনো নির্দিষ্ট ভাবনা বিশ্বাসে আস্থা রাখা গুরুত্বপূর্ণ বলেই মনে করি।”
হিন্দু ধর্ম নিয়ে একাধিকবার গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন তিনি। বলেছেন আমি গর্বিত হিন্দু। এর আগেও নিজের দেশে থাকাকালীনও হিন্দু ধর্মের সঙ্গে জড়িয়ে থাকা তার আবেগ সম্পর্কে জানিয়েছেন। তার কাজের ডেস্কে সব সময় একটি গণেশের মূর্তি রাখা থাকে বলে উল্লেখ করেছিলেন। ব্রিটেনের রামকথার আসরে উপস্থিত হয়ে তিনি বলেছিলেন, ছোটবেলায় ভাই বোনেদের সঙ্গে পুজো দিতে যেতেন, প্রসাদ খেতেন। ভগবান রামচন্দ্র সবসময় তার অনুপ্রেরণা। এবার জি-২০ সম্মেলনে অংশ নিতে এসে ভারতের মাটিতে পা দিয়েই ব্রিটিশ মন্ত্রী মন্দিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন।