দেশের সাত বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফল: ত্রিপুরার বক্সনগরে এগিয়ে বিজেপি, ঘোসিতে এসপি

বাংলার ধূপগুড়ি-সহ সাত জায়গায় উপনির্বাচনের ফল ঘোষণা শুক্রবার। তালিকায় রয়েছে ত্রিপুরার বক্সনগর ও ধনপুর বিধানসভার। গত বিধানসভা ভোটে ধনপুর ছিল বিজেপির দখলে। বক্সনগরে জিতেছিল সিপিএম। বিজেপি নেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক ভোটে জিতে বিধায়ক পদ ছেড়ে দেন। তাঁর ছেড়ে দেওয়া আসনে হয়েছে উপনির্বাচন। বক্সনগরের সিপিএম বিধায়ক শামসুল হক প্রয়াত হয়েছেন। সেই কারণে এই দুই বিধানসভায় উপনির্বাচন হয় ত্রিপুরায়। যদিও সিপিএম ইতিমধ্যেই ভোট লুটের অভিযোগ তুলে জানিয়েছে, তারা গণণা বয়কট করবে। এ ছাড়া ঝাড়খণ্ডের ডুমরি, কেরলের পুতুপল্লি, উত্তরপ্রদেশের ঘোসি, বাগেশ্বর বিধানসভা উপনির্বাচনের ফলপ্রকাশ শুক্রবার। পুতুপল্লিতে ভোট পড়েছিল ৭২.৯১ শতাংশ। প্রাক্তন মুখ্যমন্ত্রী উমেন চাণ্ডির মৃত্যুর পর এই বিধানসভা কেন্দ্র শূন্য হয়ে যায়। সে কারণে উপনির্বাচন। কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ এই আসনে চাণ্ডির ছেলে চাণ্ডি উমেনকে প্রার্থী করেছে।

শুধু মূল বিষয়গুলি

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১০:৩৭ key status

ঝাড়খণ্ডের ডুমরিতে এগিয়ে এনডিএ প্রার্থী, পিছিয়ে শাসক জেএমএম

ঝাড়খণ্ডের ডুমরিতে এগিয়ে এনডিএ প্রার্থী। এখনও পর্যন্ত তাঁর প্রাপ্ত ভোট ৪,১২৪। হেমন্ত সোরেনের দল জেএমএম-এর প্রার্থী বেবি দেবীর প্রাপ্ত ভোট ২,৮৫৯।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১০:২৫ key status

ত্রিপুরার ধনপুরেও এগিয়ে বিজেপি, পিছিয়ে সিপিএম

ধনপুর কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী বিন্দু দেবনাথ (৫,৩৪১)। দ্বিতীয় স্থানে সিপিএমের কৌশিক দেবনাথ (১,২৭৬)। উল্লেখ্য, ত্রিপুরার দু’টি আসনেই ভোটগণনা বয়কট করেছে সিপিএম।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১০:১৮ key status

কেরলে প্রাক্তন মুখ্যমন্ত্রীর আসনে এগিয়ে কংগ্রেস

কেরলের পুথুপ্পাল্লি আসনে এগিয়ে কংগ্রেস। দীর্ঘ দিন এই আসনের বিধায়ক ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমেন চান্ডি। তিনি প্রয়াত হওয়ায় এই আসনে উপনির্বাচন হচ্ছে। কংগ্রেস প্রার্থী হয়েছেন উমেনের পুত্র চান্ডি উমেন। প্রাথমিক গণনায় দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিএমের জ্যাক সি টমাস।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১০:১৪ key status

উত্তরাখণ্ডের বাগেশ্বরে এগিয়ে গেল কংগ্রেস

উত্তরাখণ্ডের বাগেশ্বরে এগিয়ে কংগ্রেস প্রার্থী বসন্ত কুমার। এখনও পর্যন্ত তাঁর প্রাপ্ত ভোট ২,৯৪৫। অন্য দিকে বিজেপি প্রার্থী পার্বতী দাসের প্রাপ্ত ভোট ২,১৯১।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১০:০৪ key status

উত্তরপ্রদেশের ঘোসি কেন্দ্রে এগিয়ে অখিলেশের দল

উত্তরপ্রদেশের ঘোসি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রাথমিক গণনায় এগিয়ে অখিলেশ সিংহ যাদবের দল সমাজবাদী পার্টি। এখনও পর্যন্ত এসপি প্রার্থী পেয়েছেন ৩৩৮১টি ভোট, বিজেপি প্রার্থী দারা সিংহ চৌহান পেয়েছেন ৩২০৩টি ভোট। এই আসনে অন্য বিরোধী দলগুলি প্রার্থী না দিয়ে এসপিকে সমর্থন করেছে। 

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩ ০৯:৫৬ key status

ত্রিপুরার বক্সনগর কেন্দ্রে এগিয়ে বিজেপি

প্রাথমিক গণনায় ত্রিপুরার বক্সনগর কেন্দ্রে এগিয়ে গেল বিজেপি। অনেকটাই পিছিয়ে দ্বিতীয় স্থানে সিপিএম। এখনও পর্যন্ত বিজেপি প্রার্থী তফজল হোসেনের প্রাপ্ত ভোট ৭,৭০৬। সিপিএম প্রার্থী মিজ়ান হোসেনের প্রাপ্ত ভোট ৩৭৫। 

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩ ০৮:২০ key status

শুরু হল ভোটগণনা

সকাল ৮টা থেকে শুরু হল পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, কেরল এবং ঝাড়খন্ডের বিভিন্ন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা। 

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩ ০২:০৮ key status

ভোটগণনা বয়কট বামেদের

শাসকদল বিজেপির বিরুদ্ধে কারচুপি এবং নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ত্রিপুরায় ধনপুর এবং বক্সনগর বিধানসভা উপনির্বাচনের গণনা বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বামেরা। সে রাজ্যের বামফ্রন্ট নেতৃত্বের এই সিদ্ধান্তের ফলে শুক্রবার দুই বিধানসভা আসনের গণনায় প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থী বা তাঁদের এজেন্টদের দেখা যাবে না। 

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩ ০২:০৬ key status

ত্রিপুরা বিধানসভা নির্বাচন

চলতি বছরের ফেব্রুয়ারিতে ত্রিপুরায় বিধানসভা ভোট হয়েছিল। মোট ৬০টি আসনের মধ্যে বিজেপি-আইপিএফটি জোট জেতে ৩৩ আসনে। বাম-কংগ্রেস মিলে পায় ১৪টি আসন। আলাদা লড়ে তিপ্রা মথা ১৩টি আসনে জয়ী হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.