ধূপগুড়িতে টান টান লড়াই, পোস্টাল ব্যালট গণনায় তৃণমূলের থেকে এগিয়ে বিজেপি প্রার্থী

মঙ্গলবার শান্তিতেই মিটেছিল ভোটগ্রহণ। এ বার ফল ঘোষণার পালা। শুক্রবার গণনার শুরু থেকেই ধূপগুড়িতে চাপা উত্তেজনা। কী হবে ফল? গত বিধানসভা নির্বাচনের ফল ধরে রেখে বিজেপি জিতবে, না কি ফিরে যাবে তৃণমূলের হাতে? গত বিধানসভা নির্বাচনের পর থেকে একটি উপনির্বাচনেও জয় পায়নি বিজেপি। বিধানসভা ভোটে জেতা জোড়া আসন দিনহাটা এবং শান্তিপুরে উপনির্বাচনে হেরে যায় তারা। ফলে দলের কাছে বড় চ্যালেঞ্জ ধূপগুড়ি। অন্য দিকে, একের পর এক উপনির্বাচনে জিতলেও শেষটিতে হারতে হয়েছে তৃণমূলকে। সাগরদিঘিতে জিতেছিল কংগ্রেস। পরে বিধায়ক বাইরন বিশ্বাস তৃণমূলে যোগ দিলেও শাসকের ভোটে হারার ক্ষত রয়েই গিয়েছে। তা সামলাতে জিততে হবে ধূপগুড়ি।

শুধু মূল বিষয়গুলি

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩ ০৯:৫৩ key status

পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

ধূপগুড়ি উপনির্বাচনে টান টান লড়াই। পোস্টাল ব্যালট গণনায় তৃণমূল এবং কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থীর তুলনায় এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী তাপসী রায়। তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়ের থেকে প্রায় ১৬০০ ভোটে এগিয়ে রয়েছেন তিনি। 

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩ ০৯:২৩ key status

ধূপগুড়িতে এগিয়ে তৃণমূল

ধূপগুড়ি উপনির্বাচনের ভোট গণনায় এগিয়ে তৃণমূল প্রার্থী। প্রাথমিক গণনার হিসাবে কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায় এবং বিজেপি প্রার্থী তাপসী রায়ের থেকে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী অধ্যাপক নির্মলচন্দ্র রায়।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩ ০৮:৪৮ key status

ধূপগুড়িতে ভোটগণনা শুরু

শুক্রবার সকাল ৮টায় শুরু হল ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের  ভোট গণনা। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি দ্বিতীয় ক্যাম্পাসে গণনা চলছে।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩ ০১:১৮ key status

কার দখলে যাবে ধূপগুড়ি

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির জয়ন্ত রায় জলপাইগুড়ি আসনে ১,৮৪,০০৪ ভোটে জেতেন। ধূপগুড়ি বিধানসভাতেও এগিয়ে ছিল বিজেপি। গত বিধানসভা নির্বাচনে বিজেপি জেতে ৪,৩৫৫ ভোটে। দলের ভোটপ্রাপ্তির হার ছিল ৪৫.৬৫ শতাংশ। আর তৃণমূল পেয়েছিল ৪৩.৭৫ শতাংশ। অনেক পিছিয়ে থাকা সিপিএম পেয়েছিল ৫.৭৩ শতাংশ ভোট। কিন্তু সদ্য শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচনে সেই অঙ্ক আর এক নেই। জেলা পরিষদ স্তরে তৃণমূল পেয়েছে ৪৭.৬০ শতাংশ ভোট। সেখানে বিজেপি পেয়েছে ৩৯.২০ শতাংশ আর বাম-কংগ্রেস জোটের দখলে ১২.১০ শতাংশ ভোট। এটা থেকে একটা সহজ অঙ্কে আসা যায় যে, তৃণমূলের ভোট কিছুটা বৃদ্ধির পাশাপাশি রামের ভোট অনেকটাই বামে এসেছে। এই ক্ষয় মেরামতি কি বিজেপি উপনির্বাচনে করতে পারবে?

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩ ০১:১৭ key status

কোন দলের প্রার্থী কারা

এই উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী অধ্যাপক নির্মলচন্দ্র রায়। কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী ভাওয়াইয়া গানের শিল্পী তথা প্রাক্তন শিক্ষক ঈশ্বরচন্দ্র। আর বিজেপি প্রার্থী করেছে কাশ্মীরে নিহত জওয়ানের স্ত্রী তাপসী রায়কে।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩ ০১:১৭ key status

ধূপগুড়িতে উপনির্বাচনের কারণ

২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই আসনে জয়ী হন বিজেপির বিষ্ণুপদ রায়। তাঁর মৃত্যুতেই এই উপনির্বাচন। পাহাড় লাগোয়া ধূপগুড়ি বিধানসভায় লড়াই এ বার ত্রিমুখী। তিন জনই রায়। তিন জনই রাজবংশী। কারণ এই আসনের ভোটারদের বড় অংশই রাজবংশী। সেই অঙ্ক মাথায় রেখেই বরাবর সব দল প্রার্থী দেয় এখানে। ১৯৭৭ সাল থেকেই বিধানসভায় রাজবংশী প্রতিনিধি পাঠিয়েছে জলপাইগুড়ি জেলার এই আসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.