রান্না পুজোর খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল ৩০ জন। ঘটনাটি ঘটেছে আরামবাগের মাধবপুর গ্রাম পঞ্চায়েতের পান্ডু গ্রাম এলাকায়। ৩০ জনের মধ্যে কুড়ি জনকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। তাদের দেখতে আরামবাগ মেডিকেল কলেজে প্রাক্তন বিধায়ক তথা হুগলি জেলা পরিষদের সহ-সভাপতি কৃষ্ণচন্দ্র চন্দ্র সাঁতরা হাসপাতালে যান।
জানাগেছে, মাধবপুর গ্রামে পুজো উপলক্ষে রান্না হয়েছিল। মঙ্গলবার সেই রান্না খেয়ে ৩০ জন অসুস্থ হয়ে পড়ে। এদের গায়ে জ্বর ছিল ও তাদের বমি শুরু হয়। এরপর তড়িঘড়ি এলাকার মানুষজন মিলে অসুস্থদের আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে যায়।
এই বিষয়ে জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণ চন্দ্র সাঁতরা বলেন, এই ভদ্র মাস জুড়েই রান্না পুজোর অনুষ্ঠান চলে প্রায় প্রত্যেক বাড়িতে এবার এলাকার সব বাড়িতে প্রায় সবারই নিমন্ত্রণ থাকে। এবার সেখানেই খাবার খেয়ে কিছু সমস্যা দেখা দেয়। অসুস্থ হয়ে পড়েন অনেকে, তাদের হাসপাতালে চিকিৎসা চলছে। কিন্তু কি কারণে এমন একসাথে অনেকের হলো সেটা এখনো পরিষ্কার বোঝা যাচ্ছে না। তবে রান্না পুজোর খাবার খেয়েই এতজন অসুস্থ হয়েছেন।