সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ অবসর নিচ্ছেন আগামী ১৭ নভেম্বর। ১৮ নভেম্বর প্রধান বিচারপতি হিসাবে শপথ নেবেন শরদ অরবিন্দ বোবদে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ করেছেন। বিচারপতি বোবদে আগে মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন। তিনি অবসর নেবেন ২০২১ সালের ২৪ এপ্রিল।
বিচারপতি বোবদের জন্ম হয় ১৯৫৬ সালের ২৪ এপ্রিল। তিনি মহারাষ্ট্রের নাগপুরের বাসিন্দা ছিলেন। পড়াশোনা করেছেন নাগপুর বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে বম্বে হাইকোর্টে অতিরিক্ত বিচারক হিসাবে যোগ দেন। ২০১২ সালে মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হন। ২০১৩ সালের এপ্রিলে সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত হন। অযোধ্যায় মন্দির-মসজিদ বিতর্ক, বিসিসি আই মামলা এবং শব্দবাজির বিরুদ্ধে মামলায় তিনি অন্যতম বিচারক ছিলেন।