“বাংলায় কুস্তি, দিল্লিতে দোস্তি, বাকি ভারতে মস্তি,” মুম্বাইয়ে ইন্ডিয়া জোটের বৈঠককে কটাক্ষ করে সুকান্তর দাবি বিজেপির স্বস্তিতেই আছে

বৃহস্পতিবার থেকে মুম্বাইয়ে শুরু ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠক। আর এই বৈঠককে ফের একবার কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেছেন, বাংলায় কুস্তি, দিল্লিতে দোস্তি, বাকি ভারতে মস্তি। তবে এই বৈঠকে যাই হোক না কেন তাতে বিজেপির স্বস্তি বজায় থাকবে বলেই দাবি করেছেন তিনি।

মুম্বাই বৈঠক নিয়ে কথা বলতে গিয়ে সুকান্ত বলেন, স্বাভাবিক বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও সব বিরোধীরা একটি ফর্মুলা অনুসরণ করছেন। তাহলে বাংলায় কুস্তি, দিল্লিতে দোস্তি, বাকি ভারতে মস্তি। এখন মুম্বাইয়ে মস্তি হচ্ছে, কয়েকদিন আগে ব্যঙ্গালুরুতে মস্তি হয়েছে।” তবে তাঁর দাবি, এতে তারা স্বস্তিতে আছেন। তিনি বলেন, যত এই অপদার্থ রাজনৈতিক দলের নেতারা একত্রিত হবে নরেন্দ্র মোদীর ক্রেজ ততই বাড়বে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যত উত্তর ও পশ্চিম ভারতে যাবেন, ভারতবর্ষের মানুষ তাকে চেনে তার তোষণ নীতির জন্য, তারা তাকে জবাব দেবে।

পশ্চিমবঙ্গে ২০২১- এর বিধানসভা নির্বাচনের আগে দিদি খেলা হবে স্লোগান তুলেছিলেন। আবারও মমতা বন্দ্যোপাধ্যায় সেই স্লোগান তুলেছেন। মুম্বাই জোটের বৈঠকে কি হবে জানতে চাইলে তিনি বলেন, খেলা হোগা। তিনি বলেছেন প্রধানমন্ত্রীর মুখ্য গৌণ বিষয়।

মমতা বন্দ্যোপাধ্যায় মোদী সরকারের গ্যাসের দাম কমানো নিয়ে বিজেপির বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ করেছেন। এপ্রসঙ্গে সুকান্ত বলেছেন, যে কোনো জায়গায় সব ভালো জিনিসের কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায় নেন। বিরোধী দলগুলি সম্পর্কে কটাক্ষ করে সুকান্ত বলেন, ইন্ডিয়া জোটের নেতাদের একসঙ্গে বসে বিবৃতি প্রকাশ করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় এক কথা বলছেন তো কংগ্রেস অন্য কথা বলছে। তাদের মধ্যেই সমন্বয় ও পারস্পরিক সম্পর্ক নেই। প্রথমে তাদের মধ্যে সমন্বয় এবং পারস্পরিক সম্পর্ক তৈরি করতে দিন, তারপর নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই করতে আসবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.