কমলো গ্যাসের দাম, ঢাক বাজিয়ে জানান দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার

দেশবাসীকে রাখির উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় ১৬ মাস পর সাধারণের জন্য একলাফে ২০০ টাকা কমল রান্নার গ্যাসের দাম। গ‍্যাসের দাম কমে যাওয়ার খবর গ্ৰামে গ্রামে গিয়ে চড়াম চড়াম শব্দে ঢাক বাজিয়ে জানান দিলেন মন্ত্রী মশাই। উজ্জ্বলা প্রকল্পে ভর্তুকি মিলবে আরও ২০০ টাকা। একথাও তিনি গৃহিণীদের জানিয়ে দেন।

বুধবার সন্ধ্যায় তিনি বাঁকুড়া ২নং ব্লকের কেশরা, বদরা, প্রভৃতি গ্ৰামীন এলাকায় গ‍্যাসের দাম কমে যাওয়ার খবর এভাবেই জানিয়ে দিলেন। মূল্যবৃদ্ধির বাজারে মধ্যবিত্তর বোঝা কমাতে কেন্দ্রীয় সরকারের যে চিন্তা ভাবনা রয়েছে সেকথা বলতেও তিনি ভোলেননি।বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে চন্দ্রযান-৩ সফলভাবে ল্যান্ড করেছে চাঁদের মাটিতে। এই আনন্দের রেশ কাটতে না কাটতেই গ‍্যাসের দাম কমানো। ভোটের ময়দানে কি এর প্রভাব ফেলবে জনতা জনার্দনের মনে? এই প্রশ্ন এখন সর্বত্র। সাধারণের ব্যবহার করা ১৪.২ কেজি সিলিন্ডারের বর্তমান দাম ১ হাজার ১২৯ টাকা। মধ্যরাত থেকে তা মিলবে ৯২৯ টাকায়। বুধবার বাঁকুড়া ২ নম্বর ব্লকের বদড়া গ্রামে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর ঢাক বাজিয়ে বাজিয়ে গ্যাসের দাম কমানোর প্রচারকে অবশ্য আক্রমণ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। তাদের বক্তব্য, ‘এসব হল নাটক। মানুষকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে।

সুভাষ সরকার বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাখি পূর্ণিমার দিনে দেশের মহিলাদের বড় উপহার দিয়েছেন। গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ২০০ টাকা এবং উজালা যোজনায় সিলিন্ডার প্রতি ৪০০ টাকা কমানো হয়েছে। এর পাশাপাশি ৭৫ লক্ষ পরিবারকে বিনামূল্যে নতুন গ্যাসের কানেকশন দেওয়া হবে। প্রতিটি ব্লকে প্রায় ৮০০ করে বিনামূল্যে গ্যাসের কানেকশন দেওয়া হবে। সেই কথা জানাতেই এদিন গ্ৰামে গ্ৰামে প্রচার করি।’-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.