সংক্ষেপে
ডুরান্ড কাপের সেমিফাইনালে এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামল মোহনবাগান। আগের ম্যাচের প্রথম একাদশ থেকে এই ম্য়াচে দলে জোড়া বদল করা হয়েছে।
শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৩ ১৮:৪৪
সমতা ফেরাল মোহনবাগান
অবশেষে সমতা ফেরাল মোহনবাগান। বিতর্কিত পেনাল্টি থেকে। বাগানের ফুটবলার সাহালকে ফাউল করেন গোয়ার ফুটবলার। খালি চোখে দেখে মনে হচ্ছিল ফাউল বক্সের বাইরে হয়েছে। গোয়ার ফুটবলারেরাও লাইন্সম্যান ও রেফারির কাছে সেই দাবিই জানান। কিন্তু রেফারি পেনাল্টি দেন। স্পট থেকে গোল করতে ভুল করেননি কামিংস।
শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৩ ১৮:৩২
খুঁজে পাওয়া যাচ্ছে না মোহনবাগানকে
ঘরের মাঠে জঘন্য ফুটবল খেলছে মোহনবাগান। গোটা মাঠে খুঁজে পাওয়া যাচ্ছে না সবুজ-মেরুন ফুটবলারদের। বলের দখল থেকে আক্রমণ, সবেতেই এগিয়ে গোয়া।
শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৩ ১৮:২৫
পিছিয়ে গেল মোহনবাগান
২২ মিনিটের মাথায় গোল করে এগিয়ে গেল গোয়া। নিজেদের অর্ধে ভুল করেন হুগো বুমোস। তাঁর দুর্বল পাস ধরে বেশ খানিকটা দৌড়ে গিয়ে দ্বিতীয় পোস্টে গোল করেন গোয়ার নোয়া।
শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৩ ১৮:১৮
প্রথম আক্রমণ মোহনবাগানের
গোয়ার গোল লক্ষ্য করে প্রথম ভাল আক্রমণ করল মোহনবাগান। বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শট মারেন পেত্রাতোস। বল বাঁচিয়ে দেন গোয়ার গোলরক্ষক ধীরাজ।
শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৩ ১৮:১০
শুরুতে চাপ গোয়ার
খেলার প্রথম থেকে চাপ বাড়াচ্ছে গোয়া। নিজেদের মধ্যে ছোট ছোট পাসে আক্রমণে উঠছে তারা। প্রথম ৫ মিনিটেই বাগানের গোল লক্ষ্য করে দু’টি আক্রমণ হয়। মাঝমাঠে বল ধরতে পারছেন না বাগান ফুটবলারেরা। যদিও সুযোগ কাজে লাগাতে পারেনি গোয়া।
শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৩ ১৭:৫০
এফসি গোয়ার প্রথম একাদশ
ধীরাজ সিংহ (গোলরক্ষক), সন্দেশ জিঙ্ঘন, কার্ল ম্যাকহিউ, সেরিটন ফের্নান্দেস, ওদেই ওনান্ডিয়া, জয় গুপ্ত, রেনিয়ার ফের্নান্দেস, উদান্তা সিংহ, ভিক্টর রদ্রিগেজ, ব্রেন্ডন ফের্নান্দেস, নোয়া সাদাউই।
শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৩ ১৭:৪৮
মোহনবাগানের প্রথম একাদশ
বিশাল কাইথ (গোলরক্ষক), শুভাশিস বসু, হেক্টর ইউস্তে, আশিস রাই, আনোয়ার আলি, হুগো বুমোস, অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ, আশিক কুরুনিয়ান, দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিংস।