লোকসভা নির্বাচন সামনে চলে এসেছে। এর মধ্যে লোকাল সারকেলস মোদী সরকারের ৫ বছরের কাজ, রোজগার বৃদ্ধি, মূল্য বৃদ্ধি ইত্যাদির উপর একটা সার্ভে করিয়েছে। শুধু এই নয় সার্ভেতে মোদী সরকারের যোজনা, সার্জিক্যাল স্ট্রাইক। নিয়েও প্রশ্ন করা হয়েছে। যা ফলাফল সামনে এসেছে তা বিরোধীদের ঘুম উড়িয়ে দিয়েছে।
এই সার্ভে নিয়ে লোকাল সারকেলস এর CEO বলেছেন যে তিন সপ্তাহ ধরে সার্ভে করা হয়েছে। সার্ভে অনুযায়ী ৭৫% মানুষের আশার উপর দাঁড়িয়ে থাকতে পেরেছে মোদী সরকার। যোজনার দিক থেকে ৮০% মানুষ আগের সরকারের থেকে মোদী সরকারের যোজনকে বেশি ভালো বলে গণ্য করেছে।
সরকার নিজের কথা রেখেছে কিনা সেই বিষয়ে প্রশ্নের উত্তরে ৮৫%মানুষ পজেটিভ উত্তর দিয়েছেন। সরকার আশার থেকে উপরে উঠে কাজ করেছে এই প্রশ্নের ক্ষেত্রে ৩০% মানুষ মোদী সরকারের পাশে দাঁড়িয়েছে। মূল্যবৃদ্ধি নিয়ে ৬৫% মানুষের দাবি যে সরকার মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে রেখেছে। সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুললে জনগণ যা জবাব দিয়েছে সেটা দেখবার মতো।
দেশের মানুষের মতে সার্জিক্যাল স্ট্রাইক ২ অর্থাৎ এয়ার স্ট্রাইকের পর মোদী সরকারের প্রতি মানুষের দৃষ্টি বদলে গেছে। সরকারের উপর মানুষের ভরসা অনেক বেশি বেড়ে গেছে। দেশের মানুষ আতঙ্কবাদ দমন করতে চাই যেটা করতে সক্ষম হয়েছে বর্তমান সরকার।