থমবার ফরাসি ওপেন ব্যাডমিন্টনের ফাইনালে উঠে ইতিহাস গড়লেন ভারতের মেনস ডাবলস জুটি সাত্যিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি৷ প্যারিসের সেমিফাইনালে সাত্যিকরা পরাজিত করে পঞ্চম বাছাই জাপানি জুটি হিরোয়ুকি এনদো ও য়ুতা ওয়াতামাবেকে৷ ৫০ মিনিটের লড়াইয়ে বিশ্বের ছ’নম্বর জাপানি জুটিকে সাত্যিক-চিরাগ হারিয়ে দেন ২১-১১, ২৫-২৩ স্ট্রেট গেমে৷

২০১৭ সালে প্যারিসের এই বিডব্লুিউএফ ওয়ার্ল্ড ট্যুর সুপার ৭৫০ ইভেন্টের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিলেন সাত্যিকরা৷ ২০১৮ সালে সেমিফাইনালে উঠেছিলেন ভারতীয় জুটি৷ এবার ইতিমধ্যেই ফাইনালের টিকিট পকেটে পোরেন সাত্যিক-চিরাগ৷ সুপার ৭৫০ ইভেন্টে এই প্রথমবার খেতাবি লড়াইয়ে নামবেন সাত্যিকরা৷

চলতি মরশুমে এই নিয়ে দু’টি টুর্নামেন্টের ফাইনাল খেলতে চলেছেন সাত্যিক-চিরাগ৷ বিশ্বের ১১ নম্বর মেনস ডাবলস জুটি কয়েকমাস আগে থাইল্যান্ড ওপেনের খেতাব জেতে, যেটি ছিল সুপার ৫০০ ইভেন্ট৷ যদিও প্যারিসের ফাইনালে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে ভারতীয় জুটির সামনে৷

খেতাবি লড়াইয়ে সাত্যিকরা কোর্টে নামবেন শীর্ষ বাছাই ইন্দোনেশিয়ান জুটি মার্কাস ফার্নাল্দি গিদেয়ন ও কেভিন সঞ্জয়া সুকামালজোর বিরুদ্ধে৷ বিশ্বের এক নম্বর জুটির বিরুদ্ধে ভারতীয় জুটির রেকর্ড নিতান্ত খারাপ৷ ৬ বারের মুখোমুখি সাক্ষাতে এখনও পর্যন্ত একবারও দুই ইন্দোনেশিয়ান তারকাকে হারাতে পারেননি সাত্যিকসাইরাজ ও চিরাগ৷

মেনস ডাবলস ছাড়া চলতি ফ্রেঞ্চ ওপেনে ভারতীয়দের পারফর্ম্যান্স মোটেও আশাপ্রদ নয়৷ মেনস সিঙ্গলসে একমাত্র দ্বিতীয় রাউন্ডে পৌছন শুভঙ্কর দে৷ সমীর বর্মা, পারুপাল্লি কাশ্যপ ও কিদাম্বি শ্রীকান্ত প্রথম রাউন্ডেই বিদায় নেন৷ ওমেনস সিঙ্গলসের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেন পিভি সিন্ধু ও সাইনা নেহওয়াল৷ ওমেনস ডাবলসের প্রথম রাউন্ডেই হেরে যান অশ্বিনী পোনাপ্পা ও এন সিক্কি রেড্ডি৷ মিক্সড ডাবলসের প্রথম রাউন্ডেই অভিযান শেষ হয় সাত্যিক-অশ্বিনী ও প্রণয় জেরি-এন সিক্কি জুটির৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.