সল্টলেকের মৈত্রী সংঘের কালীপুজো৷ যা বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের পুজো বলে পরিচিত৷ এ বছর এই পুজোর উদ্বোধন করবেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ আগামীকাল অর্থাৎ শনিবার সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানের একই মঞ্চে দেখা যাবে বর্তমান বিজেপি নেতা সব্যসাচী দত্ত ও রাজ্যপালকে৷
সব্যসাচী দত্ত যখন তৃণমূলে ছিলেন তখনও মৈত্রী সংঘের সভাপতি ছিলেন, আর বিজেপিতে যোগ দেওয়ার পরেও সভাপতি পদেই রয়েছেন৷ তার গনেশ পুজোয় এসেছিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা৷ আর এবার সল্টলেক সুইমিং পুলে মৈত্রী সংঘের কালীপুজোয় রাজ্যপাল জগদীপ ধনকড়কে আমন্ত্রণ জানিয়েছেন সব্যসাচী দত্ত৷ সূত্রের খবর রাজ্যপাল সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন৷
উল্লেখ্য, মাত্র অল্প কিছুদিন হল রাজ্যপাল হয়ে বাংলায় এসেছেন, কিন্তু তারপর থেকেই রাজ্য সরকারের সঙ্গে বারেবারে সংঘাতে জড়িয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
দূরত্ব বেড়েছে শাসক দল তৃণমূলের সঙ্গেও। কিন্তু এবার সেই রাজ্যপালকেই ভাইফোঁটা দিতে চান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। আর সেই কারণেই তাঁকে আমন্ত্রণ করলেন তিনি। অবশ্য অনেকেই মনে করছেন, রাজ্যপালকে আমন্ত্রণ করে রাজনীতির আঙিনায় নতুন কার্ড খেললেন তৃণমূল সুপ্রিমো৷ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইফোঁটা নিতে রাজ্যপাল যাবেন কিনা, তা এখনও জানা যায়নি৷
তার মধ্যেই সব্যসাচী দত্তের কালীপুজোর আমন্ত্রণ গ্রহণ করেছেন রাজ্যপাল৷