আজ মেদিনীপুর কলেজ প্রাক্তন ছাত্র সম্মিলনী এবং মেদিনীপুর কলেজ স্বশাসিতর যৌথ উদ্যোগে ‘রোডম্যাপ টু সাকসেস’ শীর্ষক আলোচনার আয়োজন করা হয় কলেজের সেমিনার হলে। এই অনুষ্ঠানটিতে ছাত্র- ছাত্রীদের আগ্রহ ছিল উল্লেখ করার মতো। ১৯২ জন ছাত্রছাত্রী অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করে। অনুষ্ঠানটির উদ্বোধন করেন মেদিনীপুর কলেজের অধ্যক্ষ ও মেদিনীপুর কলেজ প্রাক্তন ছাত্র সম্মিলনীর সভাপতি ডক্টর গোপাল চন্দ্র বেরা। স্বাগত ভাষণে তিনি জানান, প্রাক্তনী ও কলেজ বছরের বিভিন্ন সময়ে ছাত্র-ছাত্রীদের জন্য নানান ধরনের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে ভবিষ্যতের কর্ম ক্ষেত্রে নতুন নতুন দিশা ও সুযোগগুলি তুলে ধরে।
আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন ব্যাঙ্গালোরের রামাইয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ দেবাশিস কর, অধ্যাপক ও লেখক। মূলত জীববিজ্ঞানের বিভিন্ন বিভাগের ছাত্রদের সামনে অ্যাকাডেমিক ক্যারিয়ারের পাশাপাশি বিভিন্ন ইন্ডাস্ট্রি যেমন হেলথ সেক্টর, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, ডেয়ারি ইন্ডাস্ট্রি, অ্যানিম্যাল হাজব্যান্ডরি ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে ক্যারিয়ারের বিভিন্ন দিশার উপর আলোকপাত করেন। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন প্রাক্তনীর কার্যকরী সভাপতি ও গড়বেতা কলেজের অধ্যক্ষ ডক্টর হরিপ্রসাদ সরকার, প্রাক্তন পুলিশ অধিকর্তা শ্রী সব্যসাচী সেনগুপ্ত, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড: সুরজিৎ ঘোষ, প্রাক্তনীর সাধারণ সম্পাদক কুণাল ব্যানার্জি প্রমুখ ও কলেজের অধ্যাপক- অধ্যাপিকারা।