রাজ্যে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন৷ আগামী ২৫ নভেম্বর খড়গপুর, কালিয়াগঞ্জ ও করিমপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে৷ ফলাফল জানা যাবে ২৮ নভেম্বর ২০১৯৷
আজ শুক্রবার নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে পশ্চিমবঙ্গের ৩টি ও উত্তরাখন্ডের ১টি বিধানসভা কেন্দ্রের ভোটের দিন ঘোষণা করল৷ বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৫ নভেম্বর হবে ভোট গ্রহন৷ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আগামী ৬ নভেম্বর৷ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী ১১ নভেম্বর৷ ফলাফল ঘোষণা হবে ২৮ নভেম্বর ২০১৯৷
রাজ্যের যে তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে, তার মধ্যে ২২৪- খড়গপুর, ৩৪-কালিয়াগঞ্জ (সংরক্ষিত)ও ৭৭-করিমপুর৷ মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত খড়গপুর বিধানসভা কেন্দ্র৷ এই কেন্দ্র থেকে পদত্যাগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ বর্তমানে তিনি মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ৷
অন্যদিকে করিমপুর বিধানসভা থেকে পদত্যাগ করেছেন মহুয়া মৈত্র৷ তিনি লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে বিজয়ী হয়েছেন৷ এছাড়া কালিয়াগঞ্জ কেন্দ্রের বিধায়ক প্রমথনাথ রায়ের মৃত্যুতে ওই বিধানসভা আসনটি শূন্য রয়েছে৷ কালিয়াগঞ্জ বিধানসভাটি রায়গঞ্জ বিধানসভার অন্তর্গত৷
নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি পরে উত্তরবঙ্গের ১টি বিধানসভা ও দক্ষিণবঙ্গের ২টি বিধানসভা উপনির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেল৷ লোকসভা ভোটের পর এই তিন কেন্দ্রের উপনির্বাচন ঘিরে শাসক-বিরোধী লড়াইয়ে আবারও সরগরম হবে বঙ্গ রাজনীতি, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল৷