ঘুমের ঘোরে স্বামীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। পরে স্বামীর দেহে কেরোসিন ডেলে আগুন লাগিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা। গ্রেফতার অভিযুক্ত স্ত্রী রুপা মণ্ডল। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার ন’হাটা তেঘোড়িয়াপোতায়।
পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম আসাদুল মণ্ডল (২৮)। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ আশাদুলের স্ত্রীকে গ্রেফতার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত রূপা মণ্ডলের সঙ্গে আসাদুলের বিয়ে হয় বছর দুই আগে। রূপা মুম্বইয়ে কাজ করত, সেখানেই পরিচয়। এরপরই আসাদুল রূপাকে বিয়ে করে নিয়ে যায় ন’হাটার বাড়িতে। জানা গিয়েছে, আসাদুল প্রায়ই মদ্যপ অবস্থায় বাড়ি ফিরত। তা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ লেগেই থাকত। এরই মাঝে রহস্যজনকভাবে মৃত্যু হয় আসাদুলের। পরিবারের দাবি, স্ত্রী শ্বাসরোধ করে খুন করেছে আসাদুলকে। বধূর বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করে মৃতের পরিবার।
তবে অভিযুক্ত রূপা মণ্ডলের দাবি, রাতে ইলেকট্রিকের তার জড়িয়ে যায় আসাদুলের গায়ে। পাশে কেরোসিন তেল ছিল। কোনওভাবে সেখান থেকে অগ্নি সংযোগের ঘটনা ঘটে৷ পুড়ে যায় আসাদুল। আসাদুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ যায় ঘটনাস্থলে। দেহ উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তের জন্য। গ্রেফতার করা হয়েছে মৃতের স্ত্রীকে।
আইনজীবী সমির দাস বলেন, রূপা মণ্ডল পরিকল্পিত ভাবে তার স্বামী আসাদুল মণ্ডলকে শ্বাসরোধ করে গায়ে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। ধৃতকে আজ বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। ঘটনার তদন্ত শুরু করেছে গোপালনগর থানার পুলিশ।