এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে পাড়ি দিচ্ছে হাতির দল। আর তার জেরেই যান চলাচল ব্যাহত হয়ে পড়ল কলকাতা-মুম্বাই ৬ নম্বর জাতীয় সড়কে। সোমবার সকালে ঝাড়গ্রাম বন বিভাগের অন্তর্গত লোধাশুলি রেঞ্জের কাছে মোহনপুর বাস স্টপেজ সংলগ্ন মোহনপুরের জঙ্গল থেকে শাবক সহ ৬০- ৭০টি হাতির একটি দল জাতীয় সড়ক পেরিয়ে লোধাশুলির জঙ্গলে ঢুকে পড়ে। হাতির দল জাতীয় সড়ক পারাপারের কারণে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়।
শ্যামসুন্দর মাহাতো নামে এক গ্রামবাসী বলেন, “আমাদের এই এলাকার জঙ্গলে হাতি এখন স্থায়ী হয়ে পড়েছে। আগে একটা সময়ে হাতি আসতো তারপর ঝাড়খণ্ডের দলমায় ফিরে যেত। কিন্তু এখন হাতি সারা বছরই থাকছে। ফলে এই জঙ্গল থেকে আরেক জঙ্গলে যাতায়াতের সময় কখনো জাতীয় সড়ক কখনো রাজ্য সড়ক পারাপার করছে। যার জেরে মাঝেমধ্যেই যান চলা ব্যাহত হচ্ছে”।
ঝাড়গ্রাম বন বিভাগ সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম বন বিভাগের অন্তর্গত জঙ্গলগুলিতে ১০১টি হাতি রয়েছে। ঝাড়গ্রাম রেঞ্জের বাঁন্দরভুলা বিটের শালবনীতে ২টি হাতি ও খাসজঙ্গলে ১টি হাতি রয়েছে। জামবনি রেঞ্জের চিচিড়া বিটে ৬টি হাতি রয়েছে। লোধাশুলি রেঞ্জের লোধাশুলি বিটের পেনিয়াভাঙা ও ধোবিজঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে ৬০টি হাতি রয়েছে। আমলাচটিতে ৩টি হাতি, ভাওদায় ২টি হাতি, চন্দ্রিতে ২টি হাতি, জারুলিয়ায় ১১টি হাতি, কাজলাতে ৫ টি হাতি রয়েছে। এছাড়াও গিধনীর গোদরাশোলে ৮টি হাতি ও বালিভাসার কাছে ৩টি হাতি রয়েছে।