২৪ অক্টোবর নির্বাচনী ফলপ্রকাশের দিনে কেন্দ্রের পরিবেশ ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, মহারাষ্ট্র এবং হরিয়ানা ছাড়াও ঝাড়খণ্ড এবং দিল্লির আগামী নির্বাচনেও উড়বে গেরুয়া । হরিয়ানার ৯০ টি এবং মহারাষ্ট্রর ২৮৮ টি সিটে এবারে নির্বাচন হয়েছে ২১শে অক্টোবর।
সংবাদমাধ্যমের সামনে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, লোকসভা নির্বাচনের পরে জনগণ আমাদের উপরে আস্থা রেখেছিল। আর এই নির্বাচনের পরে জনগণ আবারও আমাদের উপরে নিজেদের ভরসা রেখেছেন। আর তাই মহারাষ্ট্র এবং হরিয়ানার পরে আগামী ঝাড়খণ্ড এবং দিল্লি নির্বাচনেও জয়লাভ করব আমরাই।
জাভেরেকর জানিয়েছেন, এই দুই রাজ্যর মানুষজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজ এবং জনসেবার উপরে আস্থা রেখেছিলেন।আর সেটাই ভোটবাক্সে প্রতিফলিত হয়েছে।
যদিও দুই রাজ্যতে ২১ শে অক্টোবর হওয়া নির্বাচনের গণনা এখনও চলছে। এছাড়াও ওয়ার্ল্ড ব্যাঙ্কের তালিকা অনুসারে ১৪ ধাপ উঠে ভারত ৬৩ তে আসা নিয়ে তিনি মন্তব্য করেছেন ব্যবসার ক্ষেত্রে ভারটের পরিবেশ সব থেকে ভাল। নির্বাচনে জেতার ব্যাপারে যে তিনি বেশ আত্মবিশ্বাসী তা তাঁর কথা থেকে বোঝা গিয়েছে।
কেন্দ্রীয় এই মন্ত্রী আরও জানিয়েছেন, নরেন্দ্র মোদীর নেওয়া সিদ্ধান্তের উপর ভিত্তি করে বর্তমানে ভারত ব্যবসার ক্ষেত্রে এক আদর্শ জায়গা যে কারণে অন্যান্য দেশের থেকেও ভারতকেই বেশী প্রাধান্য দিচ্ছে মানুষজন।আর সেই কারনেই মানুষজন তাদের উপর আস্থা রাখছেন।