দ্বিতীয় মোদী সরকারের আমলে প্রথম দুটো নির্বাচনেই জয়ী বিজেপি। বৃহস্পতিবার দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর এমনটাই বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
এদিন ফল প্রকাশের পর বিজেপি হেডকোয়ার্টার থেকে এই বার্তাই দেন তিনি। দলীয় কর্মীদের ধন্যবাদ জানান তিনি। ‘ভিক্টরি সাইন’ দেখিয়ে জয়ের উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
মহারাষ্ট্রে বিজেপি-শিব সেনা জোট সংখ্যাগরিষ্ঠতা পার করেছে। হরিয়ানায় ৪০ টি আসনে জয় পেয়েছে বিজেপি। মোদী ও অমিত শাহ দু’জনেই হরিয়ানার মানুষকে ধন্যবাদ জানিয়েছেন, কারণ সেখানে সবথেকে বেশি আসন রয়েছে বিজেপির হাতেই।
এদিন, সকালে ফলাফলের ট্রেন্ড পরিস্কার হওয়ার পর থেকেই বিজেপি দফায় দফায় বৈঠক করছে। বৈঠক করেছেন অমিত শাহ নিজে। দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে হরিয়ানার বিদায়ী মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরকেও। এরপরই শোনা যাচ্ছে, জেজেপি বিজেপিকে সমর্থন করতে চলেছে।
এদিন, নির্বাচনী ফল দেখে অবাক খোদ বিজেপি শিবির৷ মেলেনি এক্সিট পোলেরও হিসেব। কেবল কংগ্রেসই নয় বিজেপিকে ধাক্কা দিয়েছে স্থানীয় দল জেজেপি। এই দলের কালো ঘোড়া হিসেবে সামনে আসলেন দুষ্মন্ত চৌতালা৷ তিনি নিজে তো পাশার দান উল্টে দিলেনই, তাঁর এই রাজনৈতিক ধাক্কায় সঙ্গী হলেন কিছু নির্দল জয়ী প্রার্থী৷
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে চৌতালা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী পদ নিয়ে এখনই কিছু আলোচনা হয়নি কারোর সঙ্গেই। ভোটের ফলাফল যতক্ষণ না পর্যন্ত শেষ হচ্ছে এই বিষয়ে ই বলা সম্ভব নয় বলে ওই সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি।