উত্তরপ্রদেশের বিধানসভা উপনির্বাচনে ১১টি আসনের মধ্যে সাতটিতে এগিয়ে রয়েছে রাজ্যের শাসকদল বিজেপি । সমাজবাদী পার্টি দুই, কংগ্রেস এবং বিএসপি একটি আসনে এগিয়ে রয়েছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে চতুর্থ রাউন্ডের পর লখনউ ক্যান্টমেন্ট কেন্দ্রে বিজেপি প্রার্থী সুরেশচন্দ্র তিওয়ারি এগিয়ে রয়েছে। এই কেন্দ্রে সুরেশচন্দ্র তিওয়ারির এখনও পর্যন্ত প্রাপ্ত ভোট ৮৩৯২, সমাজবাদী পার্টির মেজর আশিস চর্তুবেদী পেয়েছে ৩৯৩৮। এই কেন্দ্রে তিন নম্বর স্থানে নেমে গিয়েছে বিএসপি। এখনও পর্যন্ত যা অবস্থা তাতে ইগলাস, বলহা, প্রতাপগড়, মানিকপুর, কানপুরের গোবিন্দ নগর, ঘোসী আসনে এগিয়ে রয়েছে বিজেপি। বারাবাঙ্কির জেইদপুর এবং রামপুর আসনে এগিয়ে সমাজবাদী পার্টি। আম্বেডকরনগরের জালালপুরে এগিয়ে বিএসপি, সাহারানপুরের গঙ্গোইতে এগিয়ে কংগ্রেস।
উল্লেখ করা যেতে পারে গত ২১ অক্টোবর হরিয়ানা এবং মহারাষ্ট্র বিধানসভার সঙ্গেই উত্তরপ্রদেশে ১১টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এখনও পর্যন্ত গণনা যা উঠে এসেছে তাতে গেরুয়া শিবিরের দিকেই বেশি জনসমর্থন বলে মনে করা হচ্ছে।
2019-10-24