Lionel Messi: মহাযুদ্ধের আগেই ত্রাতার চোট! বুক ভাঙছে বেকসের মায়ামির, চলে এল তরতাজা আপডেট

লিয়োনেল মেসি (Lionel Messi) থামবেন না, তাঁকে রোখা যাবে না। প্রতি ম্যাচে গোল করার শপথ নিয়েই মাঠে নেমেছেন সাতবারের ব্যালন ডি’ অর জয়ী আর্জেন্টাইন কিংবদন্তি। গত শুক্রবার রাতে ইন্টার মায়ামি ৪-০ গোলে শার্লটকে (Inter Miami vs Charlotte) গুঁড়িয়ে চলে গিয়েছে লিগস কাপের (Leagues Cup 2023) সেমিফাইনালে। শেষ আটের ম্য়াচেও মেসি ভোলেননি গোল করতে। ৮৬ মিনিটে তাঁর পা থেকে এসেছে গোল। এবার জেরার্ডো মার্টিনোর শিষ্য়রা বুধবার ফিলাডেলফিয়ার সঙ্গে শেষ চারের লড়াইয়ে নামবে। আর তার আগেই বুক ভাঙছে বেকসের মায়ামির! মহাযুদ্ধের আগেই ত্রাতা মেসির চোটে শিরে সংক্রান্তি ডেভিড বেকহ্যামের ক্লাবের (David Beckham)!

অনুশীলন করতে গিয়েই মেসির পায়ে লেগেছে চোট। সোমবার অনুশীলন শেষে মার্টিনো সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন, ম্যাচে মেসির অনিশ্চয়তা নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়েছিল। আর্জেন্টিনা ও বার্সেলোনার প্রাক্তন কোচ বলছেন, ‘দেখুন আমি এই ট্রেনিং সেশনের অংশমাত্র হয়ে ছিলাম। কারণ আমার একটা বৈঠক ছিল। আমি বলতে পারব না ঠিক কী হয়েছে মেসির! ওর চোট যদি গুরুতর হত, তাহলে সেটা বড় খবর হয়ে যেত। আমি তো ভাবতেও পারছি না যে, কারোর চোট লেগেছে। দলের সবাই ঠিক আছে বলেই জানি। সবই এখন স্বাভাবিক।’

ইন্টার মায়ামির জার্সিতে অভিষেকের পর থেকে টানা পাঁচ ম্যাচ খেলেছেন লিয়ো। আমেরিকার নতুন নম্বর ১০ প্রতি ম্যাচেই পেয়েছেন গোলের স্বাদ। কোয়ার্টার ফাইনালের ম্যাচ ধরে পাঁচ ম্যাচে তাঁর ঝুলিতে এসে গিয়েছে আট গোল। মায়ামির জার্সিতে লিও আগুন ঝলসাচ্ছেন। মাথায় বিশ্বকাপের মুকুট পরেই প্যারিস সঁ জঁরম ছেড়ে তিনি পা রেখেছেন মার্কিন মুলুকে। মেসি যা খেলা শুরু করেছেন, তা দেখে মনে হচ্ছে না তাঁর বয়স ৩৬। বেকহ্যাম স্বপ্ন দেখতেন তাঁর ক্লাবে মেসির মতো ফুটবলাররা একদিন খেলবেন। সেই স্বপ্ন তিনি পূরণ করছেন। মায়ামি যে ফর্মে রয়েছে, তাতে করে তারা চ্যাম্পিয়ন হলে অবাক হওয়ার কিছুই থাকবে না। আর মেসির ফর্মই যেন মায়ামিকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য় আরও বেশি করে তাতাচ্ছে। মেসি ক্লাবে আসার আগে পর্যন্ত মায়ামি টানা ১১ ম্য়াচ হেরেছিল। মেসি এসেই সব বদলে দিয়েছেন। ফলে তাঁর চোট নিশ্চিত ভাবে ফ্যানদের চিন্তায় রাখছে। কারণ তিনি এখনই যে মায়ামির নয়নের মণি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.