গঙ্গাজল ছিটিয়ে, ঢাক বাজিয়ে, নারকেল ফাটিয়ে অঞ্চল অফিসে প্রবেশ করলেন এবারের বিজেপি মনোনীত নতুন প্রধান, উপ-প্রধান সহ অঞ্চল কর্মীরা। গত নির্বাচনে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের ১২ নম্বর তুতরাঙ্গা অঞ্চলে সংখ্যাধিক্যে নতুন করে বোর্ড গঠন করেছে বিজেপি মনোনীত প্রার্থীরা।
গত ১১ আগস্ট এই অঞ্চলে বিজেপির ১১টি আসম এবং তৃণমূলের ৯টি আসনে জয়যুক্ত থাকায় স্বাভাবিকভাবে বিজেপি সংখ্যাধিকে জয়যুক্ত হয় এবং তাদের মনোনীত প্রধান ও উপপ্রধান সহ বোর্ড গঠন করে। এরপর গত ১২ বছর তৃণমূলের দখলে থাকা নারায়ণগড় ব্লকের ১২ নম্বর তুতরাঙ্গা অঞ্চলের দখল নেয় তারা। ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের আগের দিন এই অঞ্চল অফিসে কাজকর্ম করার জন্য প্রবেশ করলেন বিজেপির মনোনীত নতুন প্রধান ও উপধান সহ অন্যান্য কর্মীরা। নতুন অঞ্চল অফিসে প্রবেশ করে প্রথম দিনই মানুষকে পরিষেবা দেওয়ার জন্য কাজে লেগে পড়লেন তারা।
১২ নম্বর অঞ্চলের নতুন উপপ্রধান অর্ণব প্রধান জানান, আজ বিজেপির মনোনীত ভোটে জয়যুক্ত হয়ে প্রধান উপপ্রধান সহ আমরা সকলে অঞ্চলে প্রবেশ করলাম। আগামী দিনে এলাকায় যে সকল উন্নয়নমূলক কাজ যেমন বেহাল রাস্তা সংস্কার, আবাস যোজনা ইত্যাদি রয়েছে সেগুলির ব্যাপারে মানুষকে সহযোগিতা করব এবং সেই সঙ্গে এলাকার মানুষের সঙ্গে থেকে মানুষকে যাতে সঠিক পরিষেবা দিতে পারি সেইভাবে কাজ করে যাব।
বিজেপির ১২ নম্বর অঞ্চলের কনভেনার তথা শক্তি কেন্দ্রের প্রমুখ বিশ্বজিৎ রাউত জানান, বিগত বামফ্রন্ট জমানার পর গত ১১ সাল থেকে ক্ষমতায় এসেছে তৃণমূল এবং গত ১২ বছর ধরে তারা এই ১২ নম্বর তুতরাঙ্গা অঞ্চলে ক্ষমতায় থেকে যে পরিমাণ দুর্নীতি করেছে তার প্রতিবাদে এলাকার মানুষ আমাদের স্বীকৃতি দিয়েছেন তাদের সেবা করার জন্য। তাই আজ আমরা গঙ্গাজল ছিটিয়ে, ঢাক বাজিয়ে, নারকেল ফাটিয়ে এই অঞ্চল অফিসকে শুদ্ধ করে আমরা আমাদের প্রত্যেক মনোনীত সদস্যদের প্রবেশ করালাম। তারা এই মুহূর্তে মানুষের সেবায় কাজ করবেন। আজ থেকে তারা কাজ শুরু করে দিলেন।