ভারত ছাড়ো আন্দোলন এবং গান্ধীকে নিয়ে কিছু প্রশ্ন সেদিনও দেশবাসীর ছিল, আজও আছে l
১. (১৯৪২)ভারত ছাড়ো আন্দোলন গান্ধী এবং ব্রিটিশদের একটা বোঝাপড়া ছিল, যেখানে মাতঙ্গিনীদেবীর মত বহু মাতা প্রাণ হারিয়েছে l নইলে সেই ব্রিটিশদের জন্য কিভাবে গান্ধী এর ঠিক পরেই লক্ষ লক্ষ ভারতীয়কে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পাঠালেন? এতো পশ্চিমবঙ্গ বিজেপি/সিপিএমদের মমতা ব্যানার্জীকে প্রধানমন্ত্রী করার জন্য লড়াই করার মত ব্যাপার?
২. প্রথম বিশ্বযুদ্ধের আগে দেশে ফিরে গান্ধীর প্রথম কাজ ছিল যুবকদের ইংরেজের হয়ে বিশ্বযুদ্ধে পাঠানো l কোন শব্দকোষ এই নীতিকে অহিংস বলে?
৩. প্রথম বিশ্বযুদ্ধের শেষে গান্ধী দেশবাসীকে ইংরেজের চাকরি ছাড়তে বলেন l শুধু বাদ পুলিশ এবং মিলিটারি? কেন এঁরা বাদ? এঁরা চাকরি ছাড়লে তো পরের দিন ইংরেজ ভারত ছাড়তো?
৪. সেই সময় কোন ভারতীয় সংবাদপত্র কেন আজাদ হিন্দ ফৌজ এর ব্যাপারে দেশবাসীকে জানায় নি? যদি ব্রিটিশদের হয়ে যুদ্ধ করা অহিংস হয়, আজাদ হিন্দ এর হয়ে লড়াই কেন হিংসার প্রতীক?
৫. ১৯৪৩ এ যখন দুর্ভাক্ষে charchill এবং বাংলার প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন আমাদের ২০ লক্ষ মানুষকে না খাইয়ে মেরেছে, কোথায় ছিল কংগ্রেস? নেতাজির পাঠানো খাবার ভারতে ঢুকতে দেয় নি তৎকালীন কংগ্রেস প্রেসিডেন্ট মৌলানা আবুল কালাম আজাদ?
৬. জার্মান এবং জাপানি সেনাকে এক হতে দেয় নি, ভারতীয় নৌ সেনা ভারত মহাসাগর আটকে l মিত্র শক্তি নইলে অনেক আগেই হেরে যেত l এঁদের সঙ্গে বেইমানি করেছে কংগ্রেস l পেনশন দেয় নি, যুদ্ধের পর ছাটাই করে এবং স্বাধীনতার পর এঁদের কাউকে নেহেরু চাকরিতে নেয় নি l বরং অনেককে কোর্ট মার্শাল করে খুন করে ১৯৪৬ এ l গান্ধী/নেহেরুর পুরো সমর্থন ছিল এই অন্যায় কাজে l
৭. ভগৎ সিংএর ফাঁসিতে কেন রাজি হল গান্ধী?
৮. যে ব্রিটিশ কয়েকশ মানুষকে ফাঁসি দেয়, তাঁদের হয়ে দু দুটো বিশ্বযুদ্ধে সৈন্য পাঠানো, কোন ‘ভারত ছাড়ো’ এবং অহিংসার প্রতীক?
৯. গান্ধী যতবার জেলে (রাজপ্রসাদের রাখা হত ) যেত, ততবার কেন ব্রিটিশ তাঁকে ভাতা দিত?
১০. আন্দামান জেলে সাভারকার আর গান্ধী/নেহেরু রাজপ্রাসাদে?
এতকিছুর পর ১৯৪৭ এ হিটলার, তোজো, মুসলিনিকে শেষ করে দেয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ী ব্রিটিশ হটাৎ ১৯৪২ এর সেই ২১ দিনের আন্দোলণের কথা মনে পড়তেই এত ভয়ে পেয়ে গেল যে দেশ ছেড়ে পালালো? চার্লি চাপলিন, মেহমুদ বা ভানু বন্দোপাধ্যায়ের কমেডি সিনেমা হেরে যাবে NCERT র লেখা ইতিহাস পড়লে l
গান্ধীজির ভারত ছাড়ো আন্দোলন ইংরেজকে দেশ থেকে তাড়িয়েছে, এত বড় মিথ্যা সারা পৃথিবীর কোন দেশ কোন ইতিহাস বইতে লেখেনি আজ পর্যন্ত l আমাদের এই মিথ্যার বোঝা থেকে ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তি দিতে হবে l
সুদীপ্ত গুহ