স্বপ্নদীপ কুণ্ডুর অস্বাভাবিক মৃত্যুতে সমাবেশের ডাক দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা। শনিবার এই ব্যাপারে সমাজ মাধ্যমে তাঁরা ঘোষণা করেছেন।
আবেদনপত্রের সঙ্গে লেখা হয়েছে, “গতকাল থেকে অনেক ছি:ছি: কার মাথা পেতে নিয়েছি৷ যে প্রতিষ্ঠান নিয়ে গর্ব করি, তার অন্ধকারের দায়ও আমার, আমাদের। ‘আজাদি মারানি’, ‘গাঁজাখোর এলিট বিপ্লবী’ সব মুখ বুজে মেনেও নিয়েছি। এই যাদবপুর আমায় শিখিয়েছিল প্রয়োজনে পরিবারের বিরুদ্ধে গিয়ে অন্যায়ের প্রতিবাদ করতে। স্বপ্নদীপের মা, বাবা, আত্মীয়ের কাছে আমার, আমাদের অপরাধের শেষ নেই। কিন্তু দোষীদের শাস্তি পাওয়া অবধি দেখে ছাড়ব। শেষ অবধি। প্রতিষ্ঠান ও শিক্ষকদের কাছ থেকে পাওয়া শিক্ষা ও শক্তির কসম।”