হিন্দু সমাজ পার্টির প্রয়াত সভাপতি কমলেশ তিওয়ারির পরিবারবর্গকে ১৫ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করল উত্তরপ্রদেশ সরকার। এই আর্থিক সহায়তা সরাসরি কমলেশের স্ত্রীয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ বুধবার দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাশাপাশি পরিবারের জন্য বাড়িও বরাদ্দ করা হয়েছে। কমলেশের হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্তদের বিচার প্রক্রিয়া ফাস্ট ট্রেক কোর্টে করার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি ষড়যন্ত্রকারিদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।উল্লেখ করা যেতে পারে হিন্দু সমাজ পার্টির সভাপতি কমলেশ তিওয়ারির হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্তদের গ্রেফতার করার পর তদন্ত প্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করেছিলেন পরিবারের সদস্যরা। কমলেশে মা কুসুম তিওয়ারি তদন্ত প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করে জানিয়েছিলেন যে গুজরাট এটিএসের প্রতি শুভেচ্ছা রইল। দৃঢ় পদক্ষেপ গ্রহণ করে অপরাধীকে ফাঁসিতে ঝোলানো উচিত উত্তরপ্রদেশ সরকারের।
2019-10-23