রবিবার আর্টিলারি শেলিং করে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। এরপর ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তান। সোমবার রাতে পুঞ্চ জেলার কস্বা কেরনি সেক্টরে অবিরাম ধারায় গোলা বর্ষণ করতে থাকে পাকিস্তান। মর্টার, ছোট ও মাঝারি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র দিয়ে চলে গোলা বর্ষণ। ভারতীয় সেনা ছাউনির পাশাপাশি জনবহুল গ্রামগুলিকেও লক্ষ্য করে গোলাবর্ষণ করতে থাকে পাকিস্তান। পাল্টা যোগ্য জবাব দেয় ভারতীয় সেনা। মঙ্গলবার ভোরে পুঞ্চের করমারা সেক্টরে পাকিস্তানের ছোড়া না ফাটা তিনটি মর্টার শেলের খোঁজ পায় সেনাবাহিনী। ঘটনাস্থলে বম্ব স্কোয়্যাডকে নিয়ে গিয়ে সেই সকল শেল নিস্ক্রিয় করা হয়। এর আগে সোমবার গভীর রাতে কাঠুয়ার হীরানগর সেক্টরে পাকিস্তানি রেঞ্জার্সরা অবিরাম ধারায় গোলাবর্ষণ করতে থাকে। যার যোগ্য জবাব বিএসএফের জওয়ানরা দিয়েছে। সামরিক বিশেষজ্ঞদের মতে সন্ত্রাসবাদীরা যাতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে পারে সেই কারণে জঙ্গিদের কভার দেওয়ার জন্য এই গোলাবর্ষণ চালানো হচ্ছে।
2019-10-22