রেল শহর খড়্গপুর এক কথায় মিনি ইন্ডিয়া। কিন্তু এই রেল শহরের রাস্তার অবস্থা একেবারেই বেহাল। শহরের ব্যস্ততম রাস্তা হলো গোলবাজার জনতা মার্কেট। কিন্তু এই রাস্তায় তৈরি হয়েছে একাধিক গর্ত। এই রাস্তা দিয়ে যাওয়া যায় খরিদা, মালঞ্চ, ইন্দা সহ একাধিক জায়গা।কিন্তু বেহাল রাস্তায় তৈরি হয়েছে বড় বড় গর্ত আর বৃষ্টির জেরে সেই গর্তে জল জমে চেনার উপায় নেই কোনটা রাস্তা আর কোনটা গর্ত। আর এর জেরে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। রেল প্রশাসনকে জানিও মেলেনি কোনো সদুত্তর বলে অভিযোগ স্থানীয়দের।
এই রাস্তায় হামেশাই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। তবুও হাত গুটিয়ে রয়েছে রেল। এই রাস্তায় নিত্যদিন স্কুল পড়ুয়া থেকে অফিস যাত্রী সহ কয়েক হাজার মানুষের যাতায়াত। অবশ্য এই বিষয়ে রেল আধিকারিকের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সাধারণ মানুষের দাবি দ্রুত যেন এই রাস্তাটি মেরামত করে রেল, তা না হলে ঘটবে ভয়ঙ্কর দুর্ঘটনা।