“স্বাধীনতা সংগ্রামে সাভারকারের ভুমিকা রয়েছে” টুইট করে বিতর্কে অভিষেক মনু সিংভি

নীল রায়।

স্বাধীনতা সংগ্রামে বীর সাভারকারের ভূমিকা রয়েছে বলে টুইট করে বিতর্ক বাড়ালেন রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিংভি (Abhishek Manu Singhvi)। সোমবার মহারাষ্ট্র (Maharashtra) ও হরিয়ানার (Hariyana) বিধানসভা ভোট চলাকালীন আচমকাই টুইট করেন তিনি। বাংলা থেকে নির্বাচিত রাজ্যসভার সাংসদ নিজের টুইটারে লেখেন “ব্যক্তিগত ভাবে আমি সাভারকরের আদর্শে বিশ্বাসী নই, তবে একথা আমি বিশ্বাস করি যে তিনি ছিলেন মার্জিত ব্যক্তিত্বের অধিকারী, স্বাধীনতা সংগ্রামে যাঁর অবদান আছে, যিনি দলিতদের জন্য লড়াই করেছেন এবং দেশের জন্য কারাবরণ করেছেন। ” ‘নেভার ফরগেট’ হ্যাসট্যাগ দিয়ে এই টুইটটি করেছেন তিনি।

কংগ্রেসের এই শীর্ষ নেতা এহেন মন্তব্য প্রকাশের পরই শোরগোল শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে। বাংলা থেকে রাজ্যসভায় নির্বাচিত হতে তাঁকে সাহায্য করেছিলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান (Abdul Mannan)। এ প্রসঙ্গে বিরক্তি প্রকাশ করে কোনও মন্তব্য করতে চাননি তিনি। তবে অভিষেক মনু সিংভির এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেস পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তী (Manoj Chakroborty)। তিনি বলেন, “অভিষেক মনু সিংভি বোধহয় ইতিহাসের অর্ধেক জানেন। ইতিহাস পুরোপুরি না জেনে তিনি এমন কথা বলেছে বলে আমার মনে হয়। প্রকৃত কংগ্রেসী হিসেবে মহারাষ্ট্র ও হরিয়ানার নির্বাচনের দিন তাঁর এমন টুইট করা অনুচিত হয়েছে।”

সৌজন্যে চ্যানেল হিন্দুস্তান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.