উত্তরপ্রদেশ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ) এবং প্রয়াগরাজ পুলিশ একসঙ্গে আতিক আহমেদের আইনজীবী বিজয় মিশ্রকে গ্রেপ্তার করেছে। বিজয় মিশ্রের বিরুদ্ধে উমেশ পাল হত্যা মামলার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এর পাশাপাশি আসামিদের আতিক ও আশরাফের স্ত্রীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ থাকার তথ্যও সামনে আসছে। বিজয় মিশ্রকে শনিবার (29 জুলাই, 2023) লখনউ থেকে গ্রেপ্তার করা হয়েছিল।
মিডিয়া রিপোর্ট অনুসারে, গ্রেফতারকারী আইনজীবী বিজয় মিশ্রের বিরুদ্ধে উমেশ পাল হত্যা মামলা চলাকালীন শ্যুটারদের সাথে মৃত ব্যক্তির অবস্থান ভাগ করে নেওয়ার অভিযোগ রয়েছে। 24 ফেব্রুয়ারি, 2023-এ সংঘটিত এই গণহত্যায়, উমেশ পাল সহ উত্তরপ্রদেশ পুলিশের 2 জওয়ান প্রাণ হারান।
বিজয় মিশ্রের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে যে তিনি আতিক আহমেদের নামে প্রয়াগরাজের এক আসবাবপত্র ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি করেছেন। দাবি করা হচ্ছে, উমেশ পাল খুনের আগে বিজয় মিশ্র বারেলি জেলে বন্দি আতিকের ভাই আশরাফ ওরফে দানিশ আজিমের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ছিল।
বলা হচ্ছে, ইউপি এসটিএফ ২ দিন ধরে লখনউতে অ্যাডভোকেট বিজয় মিশ্রের অবস্থান পাচ্ছিল। তিনি শায়েস্তা পারভীন ও আশরাফের স্ত্রী জয়নবের সঙ্গে আতিক আহমেদের বেনামি সম্পত্তির কারবার পান।
শনিবার (29 জুলাই, 2023) সন্ধ্যায়, STF হোটেল হায়াত রিজেন্সি, গোমতীনগর, লখনউয়ের কাছে তার উপস্থিতির তথ্য পায়। এসটিএফ অভিযান চালিয়ে অ্যাডভোকেট বিজয় মিশ্রকে গ্রেফতার করেছে। বিজয় মিশ্রের সঙ্গে ওই মহিলাও থাকবেন বলে আশঙ্কা করা হয়েছিল। তবে ঘটনাস্থল থেকে শুধুমাত্র বিজয় মিশ্রকে গ্রেফতার করা হয়েছে।
আতিক ও আশরাফ হত্যার সময় ঘটনাস্থলের কাছেই বিজয় মিশ্রের অবস্থান পাওয়া গেছে। এখন উত্তরপ্রদেশের এসটিএফ এবং প্রয়াগরাজ পুলিশ একসঙ্গে আইনজীবী বিজয় মিশ্রকে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশও জানার চেষ্টা করছে বিজয় মিশ্রের সঙ্গে হোটেলে থাকা মহিলাটি কে?
ধৃত অভিযুক্ত আইনজীবী পলাতক শায়েস্তা পারভীন ও বোমা হামলাকারী গুড্ডু মুসলিম সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। লখনউতে আতিকের বেনামি সম্পত্তি চুক্তিতেও সাদা-কলারের নাম সামনে আসছে। যদিও এখনো নাম প্রকাশ করা হয়নি। সব দিক নিয়ে পুলিশি তদন্ত চলছে। কড়া নিরাপত্তার মধ্যে বিজয় মিশ্রকে প্রয়াগরাজ আদালতে পেশ করা হয়েছে।