কিছুদিন আগে খড়্গপুর জিআরপির তৎপরতায় উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণে গাঁজা। গ্রেফতার হয়েছিল দু’জন। এবার রেলের জিআরপির পক্ষ থেকে আরো কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হল খড়্গপুর জংশনকে।
এতদিন হাতে গোনা কয়েকজন আরপিএফকে দেখা যেত। কুকুর ও ইলেকট্রনিক গ্যাজেট দিয়ে যাত্রীদের লাগেজ চেক করা হতোয। কিন্তু খড়্গপুর জংশনে নিরাপত্তার দায়িত্ব কি শুধু জিআরপির? আরপিএফ এর কোনো ভূমিকা নেই এই বিষয় নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।