আবারো বিরোধী জোটের বিরুদ্ধে নিশানা দাগলেন প্রধানমন্ত্রী। এবারেও সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে তুলনা টেনেছেন মোদী। রাজস্থানের সিকারে একটি নির্বাচনী জনসভা থেকে বিরোধী জোটকে আক্রমণ শানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, নিজেদের পাপ মুছতে ইউপিএ ইন্ডিয়া হয়েছে। নাম বদলের খেলা চলছে। দেশের স্বার্থ নিয়ে এদের কারো কোনো মাথা ব্যাথা নেই।
মোদী এবার নিষিদ্ধ সংগঠন সিমি এবং পিএফআই- এর সঙ্গের তুলনা করেছেন বিরোধী জোটের। আগে দলের সংসদীয় কমিটির বৈঠকে ইন্ডিয়া জোটকে জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গে তুলনা করেছিলেন মোদী। এবার রাজস্থানের নির্বাচনী সভা থেকেও একইভাবে তুলনা করলেন সিমির সঙ্গে।
সামনেই রাজস্থানের বিধানসভা নির্বাচন। তার আগে সেখানে জোরদার প্রচার শুরু করেছে বিজেপি। বৃহস্পতিবারের সিকারে নির্বাচনী প্রচারে গিয়ে মোদী প্রথম থেকেই বিরোধীদের বিরুদ্ধে নিশানা দাগেন। তাঁর কথায় শুধু নাম বদলের খেলা চলছে। আগে যা ছিল ইউপি এখন সেটাই ইন্ডিয়া। কংগ্রেস আমলে স্টুডেন্ট ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া বা সিমি ছিল সন্ত্রাসবাদী সংগঠন। এখন তা পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া। কিন্তু নাম বদলে কি আর কাজের বদল হয়? ওদের লক্ষ্য দেশকে লুট করা।
মোদী দাবি করেন, ইউপিএ বা কংগ্রেস শাসনাধীন সরকারকে সেবার মানুষ উৎখাত করে ফেলেছিল। এবারেও ইন্ডিয়ার জোটকে মানুষ প্রত্যাখ্যান করবে। বিরোধীদের উদ্দেশ্যে স্লোগান তুলেছেন মোদী। তিনি মহাত্মা গান্ধীর আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনে গান্ধীজি আওয়াজ তুলেছিলেন, ইংরেজ ভারত ছাড়ো। এখন বিরোধীদের লক্ষ্য করে স্লোগান তোলার সময় এসেছে, “দুর্নীতিবাজ ভারত ছাড়ো,” “তোষামোদকারীরা ভারত ছাড়ো।”