‘নদিয়া জেলায় গত এক সপ্তাহে প্রায় ৪০০ পজিটিভ’! ডেঙ্গি মোকাবিলায় এবার দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হল জেলার CMOH ও প্রশাসনের কর্তাদের। সঙ্গে ২৪ ঘণ্টা ফিভার ক্লিনিক চালু, হাসপাতালে পর্যাপ্ত বেড-প্লেটলেটের ব্যবস্থা ও রোগীদের ঠিকানা নথিভুক্ত করা-সহ একগুচ্ছ নির্দেশিকাও।
বর্ষা এখন মাঝপথে। রাজ্যে ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে ডেঙ্গি! পরিস্থিতি পর্যালোচনা এদিন নবান্নে বৈঠকে বসেন রাজ্যের স্বাস্থ্যসচিব। বৈঠকে ছিলেনস্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা। স্বাস্থ্যভবন সূত্রে খবর, নদিয়ায় ডেঙ্গি পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক। রানাঘাট, চাপড়ার জ্বরে ভুগছেন বহু মানুষ। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৩।
নবান্নে ডেঙ্গি-বৈঠক
————————
*গ্রামাঞ্চলে ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নজরদারির জন্য বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞদের দায়িত্ব দেওয়া হবে।
* অগস্ট থেকে মাসে দুবার পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে
* শহর এবং তার আশে পাশের এলাকায় পরিচ্ছনতার উপর বিশেষ নজর দেওয়া হবে
*কেন্দ্রীয় সরকারি এলাকা যেমন, রেল, পোর্ট, প্রতিরক্ষামন্ত্রকের এলাকা পরিচ্ছন্ন রাখার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করা হবে
* ২ দিনের বেশি জ্বর থাকা সমস্ত ব্যক্তি যাতে ডেঙ্গি টেস্ট করান সেটা নিশ্চিত করবে কমিউনিটি হেলথ অফিসারেরা।
* মশানিরোধে সক্ষম ১ লক্ষ বিশেষ মশারি দেওয়া হবে ডেঙ্গি কবলিত এলাকার মানুষদের।
*জেলাশাসকরা নিয়মিত রিভিউ বৈঠক করবেন নিজের নিজের জেলায়।
এর আগে, গতকাল বুধবার ডেঙ্গি পরিস্থিতি নিয়ে কলকাতা পুরসভার বৈঠক করেছিলেন মেয়র তথা পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘যেখানে ডেঙ্গু লার্ভা পাওয়া যাবে, সেখানে নোটিশ দেবে। এটা ইডি-সিবিআই নয় যে যাকে বিজেপি মনে করবে, তাঁকে নোটিশ দেওয়া হবে। ডেঙ্গি লার্ভা পাওয়া গেলে নোটিশ দেওয়া হবে, পরিষ্কার না হলে কেস হবে’।