প্রয়াত বর্তমান সংবাদপত্রের সম্পাদক শুভা দত্ত। সোমবার, ২১ অক্টোবর সকাল ১০টা ৪২ মিনিটে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তিনি পরলোকগমন করেন। দীর্ঘদিন ধরেই বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। বেশ কয়েকদিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। সম্পাদক শুভা দত্তের এক কন্যা রূপাঞ্জনা, জামাতা বিবেক সহ বহু আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী বর্তমান।
আদি বাড়ি বরিশালে। জন্ম এবং বেড়ে ওঠা কলকাতাতেই। পাঁচ ভাই-বোনের সর্বকনিষ্ঠা ছিলেন তিনি। বাবা স্বর্গত নির্মলানন্দ সেনগুপ্ত। মা স্বর্গতা রানীবালা সেনগুপ্ত। স্বামী প্রয়াত কুশল কুমার দত্ত। বর্তমানে যোগ দেওয়ার পূর্বে সংসার সামলানোর পাশাপাশি একটি মন্টেসারি স্কুলের শিক্ষয়িত্রী ছিলেন তিনি। বরুণ সেনগুপ্ত ছিলেন তাঁর প্রিয় মেজদা। যাঁকে নিয়ে ওই ‘মেজদা’ শিরোনামেই বই লিখেছিলেন তিনি। ২০০৮ সালের ১৯ জুন বর্তমান-এর প্রতিষ্ঠাতা সম্পাদক বরুণ সেনগুপ্তর প্রয়াণের পর পত্রিকার দায়িত্বভার কাঁধে নেন শুভা দত্ত। তার আগে থেকেই অবশ্য তিনি পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। সেই সময়কালে বর্তমান-এর মাসিক পত্রিকা ‘সুখী গৃহকোণ’-এর সম্পাদনা করতেন। বরুণবাবু যে উচ্চতায় বর্তমানকে নিয়ে গিয়েছিলেন, দক্ষতার সঙ্গে সেই সাফল্য ধরে রাখেন তিনি। আমৃত্যু তিনি কাগজ, ম্যাগাজিন সহ সমগ্র পত্রিকা গোষ্ঠীর প্রধান সম্পাদক ছিলেন। শুভা দত্তর প্রয়াণে শোকস্তব্ধ বর্তমান পরিবার। শেষ শ্রদ্ধা জানান সব দলের রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাধারণ মানুষও। প্রকাশ করা হয় শোকবার্তা।
সৌজন্যে বর্তমান