আইআইটি’র ছাত্র থেকে গোয়ায় বিজেপি’র উত্থানের কারিগর, দেখুন মনোহর পর্রীকরের সফরনামা

প্রয়াত গোয়ার মুখ্যমন্ত্রী, মনোহর গোপালকৃষ্ণ প্রভু পর্রীকর। বেশ কিছুদিন ধরে প্যানক্রিয়াসে ক্যানসারে ভুগছিলেন। ৬৩ বছর বয়সী পর্রীকর তিনবার গোয়ার মুখ্যমন্ত্রী হন।

খুব অল্প বয়সে আরএসএস-এ যোগ দেন তিনি। ১৯৮৮-তে যোগ দেন বিজেপিতে।

১৯৯৪ সালে পানাজি কেন্দ্র থেকে বিধায়ক হন তিনি। ২০০০ -এর অক্টোবরে প্রথমবার গোয়ার মুখ্যমন্ত্রীপদে শপথ নেন পর্রীকর।

তিনিই গোয়ার প্রথম আইআইটিয়ান, যিনি মুখ্যমন্ত্রী হন। ২০১২ থেকে ২০১৪ পর্যন্ত দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী ছিলেন তিনি।

২০১৭ র মার্চে গোয়ার দশম মুখ্যমন্ত্রীপদে শপথ নেন মনোহর পর্রীকর।

তারই মাঝে ২০১৪ রাজ্যসভার সদস্য করা হয় তাঁকে। অরুণ জেটলিকে সরিয়ে করা তাঁঁর কাঁধে তুলে দেওয়া হয় প্রতিরক্ষামন্ত্রকের দায়িত্ব।

২০১৪-র নভেম্বর থেকে ২০১৭-র মার্চ পর্যন্ত দেশের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন তিনি

২০১৮য় তাঁর অসুস্থতা ধরা পড়ে। চিকিৎসা চলাকালীনও মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলান। ২০০১ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর স্ত্রীর।

গতকাল থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। রবিবার সন্ধায় চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

মুখ্যমন্ত্রী পর্রীকরের মৃত্যুর খবর জানিয়ে টুইটারে শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শোক প্রকাশ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.