তিন দিন সন্তোষজনক বৃষ্টি পাওয়ার পর আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি অনেকটাই কমবে। মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। কালকের পর বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গেও।
সিস্টেম
ঘুর্ণাবর্ত রয়েছে বিদর্ভ, ছত্রিশগড় ও মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায়। মৌসুমী অক্ষরেখা জয়সালমীর, দিশা, রাতলাম, বেতুল, চন্দ্রপুর এবং গোপালপুরের উপর দিয়ে দক্ষিণ-পশ্চিম অভিমুখে আন্দামান সাগর পর্যন্ত বিস্তৃত। আজ নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। এর শক্তিবৃদ্ধির উপর বুধবার থেকে বঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ নির্ভর করবে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ওড়িশা উপকূল সংলগ্ন এলাকায় রয়েছে। দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ সংলগ্ন উপকূলে নিম্নচাপ অবস্থান করছে।
দক্ষিণবঙ্গ
বৃষ্টির পরিমাণ আরও কমবে। তবে তাপমাত্রার কোনও উল্লেখযোগ্য পরিবর্তন নেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি অন্যদিকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে।
উত্তরবঙ্গ
আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং সহ পার্বত্য এলাকায় দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হবে জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ার এই তিন জেলায়। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমে যাবে। তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।
কলকাতা
মহানগরে আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে আজ থেকে ৪৮ ঘণ্টা বৃষ্টির পরিমাণ কমবে। সামান্য বৃষ্টি হলেও জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আগামী পাঁচ-সাত দিনে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
তাপমাত্রার পরিসংখ্যান
কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি থেকে বেড়ে ২৮.১ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৮ ডিগ্রি থেকে প্রায় ৩ ডিগ্রি বেড়ে ৩৩.২ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৩ থেকে ৮৮ শতাংশ।
ভিন রাজ্যে
আগামী কয়েক দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুম্বই, কোঙ্কন, মধ্য মহারাষ্ট্র, গুজরাট, সৌরাষ্ট্র, কচ্ছ, কর্নাটক, অন্ধ্রপ্রদেশে ইয়ানাম, তেলেঙ্গানা, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, পঞ্জাব, রাজস্থান, মধ্যপ্রদেশ ও বিধর্ভ এবং ওড়িশাতে।