এসো, বিজ্ঞান নিয়ে কথা বলি। বিজ্ঞান জনপ্রিয়করণের লক্ষ্যে একটি বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হলো শালবনি ব্লকের মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠে। আলোচনা সভার মুখ্য বিষয় ছিল ‘ডাইমেনশনাল অ্যানালিসিস অ্যান্ড ন্যানো সায়েন্স’।
মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার বিশিষ্ট অধ্যাপক ড: দেবনারায়ণ জানা। মেদিনীপুর কলেজের ইলেকট্রনিক্স বিভাগের অধ্যাপক ড: তিলকনারায়ণ ঘোষ এবং রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের শিক্ষক হরি রঞ্জন বেরা সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি নবম ও দশম শ্রেণির বেশ কয়েকজন শিক্ষার্থীও এই সেমিনারে অংশগ্রহণ করে।
বিদ্যাপীঠের প্রধান শিক্ষক ড: প্রসূনকুমার পড়িয়া, পদার্থবিদ্যার শিক্ষক কল্যাণ ভট্টাচার্য ছাড়াও অন্যান্য শিক্ষক-শিক্ষিকারাও আজকের আলোচনা সভায় উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষক জানান, ‘এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের বিজ্ঞানমুখী করবে এবং সরকারের বিজ্ঞান জনপ্রিয়করণ কর্মসূচি আরো সফল ও সুদূরপ্রসারী হবে। বিজ্ঞান যে এত সহজভাবে এবং প্রাঞ্জল ভাষায় শেখানো যায় সেটা ড: জানা সাবলীলভাবে করে দেখালেন’।
বিদ্যাপীঠের শিক্ষার্থী শাশ্বতী ঘোষ বলেন, ‘শেখা যে কত আনন্দের তা আরো একবার উপলব্ধি করলাম। বিজ্ঞানের প্রতি ভালোবাসা আরো গভীর হলো।’ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে উদ্দীপনা এবং আগ্রহ ছিল চোখে পড়ার মতো।