শুশুনিয়া পাহাড়ের ঝর্ণার জল নিয়ে সাইকেলে করে মধ্যপ্রদেশের মহাকালেশ্বর মন্দিরের উদ্দেশ্যে রওনা দিল এক দল পুণ্যার্থী। ৪৩ সদস্যের এই দলটি আজ সকালে ইন্দারাগোড়া থেকে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর সময় বহু মানুষ তাদের শুভেচ্ছা জানাতে হাজির হন।
পুণ্যার্থী দলের সদস্য বিশ্বজিৎ কর্মকার জানান, ইতিপূর্বে তারা দেওঘর, বেনারস, পুরী সহ দেশের বিভিন্ন শিবমন্দিরে বাবার মাথায় শুশুনিয়ার জল ঢেলে এসেছি। এবার আমরা মধ্যপ্রদেশের বিখ্যাত শিবমন্দির মহাকালেশ্বর মন্দিরে জল ঢালবো।১৫০০কিলোমিটার রাস্তা পাড়ি দিতে তাদের ২০/২২ দিন সময় ধার্য্য করা হয়েছে।তাদের ইচ্ছা দৈনিক ১০০কিলোমিটার রাস্তা অতিক্রম করার। রাস্তায় যান্ত্রিক গোলযোগ, শারীরিক অসুস্থতা সামাল দিতে সঙ্গে রয়েছে সাইকেল মিস্ত্রি, চিকিৎসক ও রাধুনী। এমনকি সঙ্গে রয়েছে খাদ্য সামগ্ৰী।
বিশ্বজিৎবাবু জানান, তাদের যাত্রাপথে প্রশাসনিক সহযোগিতা করার জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন করেছেন। এর আগে তারা দেশের নানা প্রান্তের ২১টি মন্দিরে জল ঢেলেছেন। যাত্রাপথে বহু মানুষের অভিনন্দন, সহযোগিতা পেয়েছেন, এবারও তার ব্যতিক্রম হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।