প্রথমেই জানাই নিহত সাধারণ কংগ্রেস কর্মীদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা আজও অটুট আছে। তাঁদের বলীদানকে আমি নত মস্তকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবার আমার প্রশ্ন হলো –

১) যে কংগ্রেসের এতোগুলো কর্মী CPI(M) – এর পরিচালিত সরকারের পাঠানো পুলিশ বাহিনীর গুলিতে অকালে প্রাণ বিসর্জন দিলেন, সেই কংগ্রেস কি তার পর কখনও সেই মৃত কর্মীদের পরিবারগুলোকে ন্যায় বিচার পাইয়ে দিতে পেরেছে ?

২) এই ঘটনা ঘটার পরও কংগ্রেস নেতা সুব্রত মুখোপাধ্যায় বহুবার তাঁর স্ত্রীকে নিয়ে জ্যোতি বসুর বাড়ীতে গেছেন গল্প করতে, তখন কি তিনি ভেবেছেন তাঁর দলের এতোগুলো কর্মী তাঁদের ডাকে সাড়া দিয়ে আন্দোলন করতে গিয়ে জ্যোতি বসুর পাঠানো পুলিশের গুলিতে শহীদ হয়েছেন ?

৩) সেই দিনের সেই মর্মান্তিক ঘটনার জন্য যারা দায়ী, সেই সমস্ত দোষী পুলিশ কর্মী এবং সরকারি অধিকারী তথা নির্দেশ প্রদানকারী নেতা এবং মন্ত্রীদের আজ পর্যন্ত কি কোন শাস্তি হয়েছে ?

৪) কেন্দ্রের কংগ্রেস পরিচালিত মনমোহন সিংয়ের প্রথম ২০০৪ এর সরকার গঠনের সময় তাঁরা যখন বামেদের সমর্থন নিয়েছিলেন, তখন কি ভেবেছিলেন এদের হাতে সেই ১৩ জন শহীদদের রক্ত লেগে আছে ?

৫) সর্বোপরি ২০১৬ – এর বিধানসভা ভোটে নিজেদের ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার লোভে এই কংগ্রেস দলই CPI(M) – এর হাত শক্ত করে ধরেছিল। তখন তাদের কর্মীদের সেই মৃত মুখগুলো কি একবারের জন্যও মনে পরেনি ?

৬) মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস গঠন করার পরেও প্রতি বছর ২১ শে জুলাই পালন করলেও সেদিনের সেই মর্মান্তিক ঘটনার অন্যতম অপরাধী মনীশ গুপ্তকে বিধায়ক তথা মন্ত্রী বানিয়ে সম্মানিত করলেন। তিনি কোন অধিকারে এতোবড়ো অন্যায় করলেন সেই মৃত কংগ্রেস কর্মীদের পরিবারের প্রতি ?

৭) আমার শেষ প্রশ্ন, এর পরেও ঘটা করে প্রতি বছর ২১ শে জুলাই পালন করা কি নিছক ভণ্ডামী নয় ?

তৃণমূল+বামফ্রন্ট+কংগ্রেস+আইএসএফ= ঘোটালা ঘোট।

✒️ ✒️সৌরভ শংকর মুখার্জী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.