Virat Kohli: দল হারলেও ক্ষতি নেই! বিরাটের শতরান চাইছেন বিপক্ষের কিপার, জশুয়ার ‘ফ্যান বয়’ মোমেন্টের ভিডিয়ো ভাইরাল

 দরকার আর মাত্র ১৩ রান। বড় কোনও অঘটন না ঘটলে আরও একটি মাইলস্টোন গড়ার অপেক্ষায় বিরাট কোহলি (Virat Kohli)। ৫০০তম আন্তর্জাতিক ম্যাচে শতরান তো মুখের কথা নয়। টিম ইন্ডিয়ার (Team India) মহাতারকার ব্যাটে ফের একবার শতরান দেখতে মুখিয়ে রয়েছে গোটা ক্রিকেট দুনিয়া। বিপক্ষ দল ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বোলাররা যে ‘কিং কোহলি’-র (King Kohli) মাইলস্টোন গড়ার মাঝে বাধা হয়ে দাঁড়াবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তবে মজার ব্যাপার হল ক্যারিবিয়ান বিগেডের উইকেটকিপার জশুয়া দ্য সিলভা (Joshua Da Silva) তাঁর প্রিয় ক্রিকেটারের শতরান দেখার জন্য মুখিয়ে রয়েছেন। দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা চলার সময় সেটা অকপটে বলেও দিয়েছেন তিনি। তাঁর সেই বক্তব্য স্টাম্প মাইকের মাধ্যমে ইতমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।      

প্রথম দিনে একাধিক বার কোহলি ও জোশুয়ার মধ্যে কথাবার্তা হয়েছে। দু’ জনের মধ্যে কথাবার্তার মুহূর্ত ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তৃতীয় সেশন শেষ হওয়ার আগের ওভারে কোহলিকে শতরান করার কথা বলেন জোশুয়া। যার উত্তরে কোহলি বলেন, ‘তুমি তো দেখছি আমার মাইলফলক নিয়ে আচ্ছন্ন রয়েছো।’ ত্রিনিদাদের উইকেট কিপারের উত্তর বলে দিচ্ছিল তিনি কোহলির বড় ভক্ত। জোশুয়া বলেন, ‘আমি তোমার ভক্ত। আমি চাই তুমি একশো করো।’ ৫০০তম আন্তর্জাতিক ম্যাচে এই মুহূর্তে ১৬১ বলে ৮৭ রানে অপরাজিত আছেন বিরাট। আর ১৩ রান করলেই তিনি টেস্টে ২৯ নম্বর সেঞ্চুরির স্বাদ পাবেন।  

https://platform.twitter.com/embed/Tweet.html?creatorScreenName=zee24ghanta&dnt=false&embedId=twitter-widget-1&features=eyJ0ZndfdGltZWxpbmVfbGlzdCI6eyJidWNrZXQiOltdLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X2ZvbGxvd2VyX2NvdW50X3N1bnNldCI6eyJidWNrZXQiOnRydWUsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdHdlZXRfZWRpdF9iYWNrZW5kIjp7ImJ1Y2tldCI6Im9uIiwidmVyc2lvbiI6bnVsbH0sInRmd19yZWZzcmNfc2Vzc2lvbiI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfZm9zbnJfc29mdF9pbnRlcnZlbnRpb25zX2VuYWJsZWQiOnsiYnVja2V0Ijoib24iLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X21peGVkX21lZGlhXzE1ODk3Ijp7ImJ1Y2tldCI6InRyZWF0bWVudCIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfZXhwZXJpbWVudHNfY29va2llX2V4cGlyYXRpb24iOnsiYnVja2V0IjoxMjA5NjAwLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X3Nob3dfYmlyZHdhdGNoX3Bpdm90c19lbmFibGVkIjp7ImJ1Y2tldCI6Im9uIiwidmVyc2lvbiI6bnVsbH0sInRmd19kdXBsaWNhdGVfc2NyaWJlc190b19zZXR0aW5ncyI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdXNlX3Byb2ZpbGVfaW1hZ2Vfc2hhcGVfZW5hYmxlZCI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdmlkZW9faGxzX2R5bmFtaWNfbWFuaWZlc3RzXzE1MDgyIjp7ImJ1Y2tldCI6InRydWVfYml0cmF0ZSIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfbGVnYWN5X3RpbWVsaW5lX3N1bnNldCI6eyJidWNrZXQiOnRydWUsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdHdlZXRfZWRpdF9mcm9udGVuZCI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9fQ%3D%3D&frame=false&hideCard=false&hideThread=false&id=1682282394068430849&lang=en&origin=https%3A%2F%2Fzeenews.india.com%2Fbengali%2Fsports%2Fwi-vs-ind-west-indies-wicketkeeper-joshua-da-silvas-fanboy-moment-blockbuster-reply-to-virat-kohli-video-gone-viral_481086.html&sessionId=ab3ce94bc0d962154cd0edef1ff706f8b80e9f44&siteScreenName=zee24ghanta&theme=light&widgetsVersion=aaf4084522e3a%3A1674595607486&width=550px

এবার দেখা যাক যে প্রথম দিনেই বিরাট কী কী রেকর্ড করলেন। সচিন তেন্ডুলকর (৬৬৪), মহেন্দ্র সিং ধোনি (৫৩৮) ও রাহুল দ্রাবিড়ের (৫০৯) পর চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে কোহলি দেশের হয়ে ৫০০ তম ম্য়াচ খেললেন। বাইশ গজে মাত্র ন’জন ক্রিকেটার পেরেছেন এই বিরল নজির গড়তে। তালিকায় রয়েছেন শাহিদ আফ্রিদি, সনথ জয়সূর্য, কুমার সঙ্গাকারা, মাহেলা জয়বর্ধনে, রিকি পন্টিও এবং জ্যাক ক্যালিসের মতো মহারথীরাও। জোমেল ওয়ারিকানকে কভার ড্রাইভ মেরে বিরাট তাঁর অর্ধ শতরান পূর্ণ করেন। এছাড়া ‘কিং কোহলি’ হলেন বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে দেশের জার্সিতে ৫০০ নম্বর ম্যাচে ৫০ করলেন। এ তো গেল তাঁর বিরল নজিরের কথা। এবার আসা যাক সর্বকালীন রেকর্ডের কথা। বিরট এখন ক্রিকেটের তিন ফরম্যাটে মিলিয়ে পঞ্চম সর্বোচ্চ রানশিকারি হয়ে গেলেন। ক্যালিসকে ছাপিয়ে গেলেন বিরাট। ভারতের প্রাক্তন অধিনায়কের ঝুলিতে এখন ৫০০ ম্যাচে ২৫ হাজার ৫৪৮ রান। সেখানে ক্যালিস আন্তর্জাতিক মঞ্চে ৫১৯ ম্যাচে ২৫ হাজার ৫৩৪ রান করেছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.