এবার অর্থনীতিতে নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা এবং আজীবন সদস্য পদ দিতে উদ্যোগী হয়েছে মোহনবাগান৷ একটি বাংলা সংবাদপত্র তেমনটাই জানিয়েছে বলে খবর৷ ওই প্রতিবেদনে জানান হয়ে ক্লাবের সচিব স্বপনসাধন ( টুটু) বোস অভিজিৎবাহুকে সংবর্ধনা দিতে চেয়ে একটি চিঠি বৃহস্পতিবার পাঠিয়েছেন৷
টুটুবাবুর দেওয়া ওই চিঠিতে জানানো হয়েছে, মোহনবাগান ক্লাব এই নোবেলজয়ী অর্থনীতিবিদকে সম্মান দিতে চায় এবং তাঁকে ক্লাবেরল আজীববন সদস্য পদ দেওয়া হবে ৷ এই জন্য অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ভারতে এলে পর তাঁর ব্যস্ত কর্মসূচির মধ্যে একটু সময় চাওয়া হয়েছে যাতে তিনি মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে তাঁকে ঘিরে একটি অনুষ্ঠান করা যায়।যদিও নোবেলজয়ীর পক্ষ থেকে এখনও অবধি কোনও উত্তর আসেনি।
প্রসঙ্গত, এর আগে মোহনবাগান ফুটবল ক্লাব সাধারণত সমাজের বেশ কিছু বিশিষ্টজনদের আজীবন সদস্যপদ দিয়েছে।
যেমন এই বছরই এই শতাব্দী প্রাচীন ক্লাবের পক্ষ থেকে ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, নাট্যব্যক্তিত্ব দেবশংকর হালদারের আজীবন সদস্যপদ দেওয়া হয়েছে ৷
এদিকে গত কাল রাতেই একেবারে অনাড়ম্বরভাবে দেশে ফিরেছেন সদ্য নোবেলজয়ী এই অর্থনীতিবিদ৷ শুক্রবার রাতে নিউ ইয়র্ক থেকে নয়াদিল্লি এসে পৌঁছন তিনি তিনি। যদিও দিল্লি বিমানবন্দরে তাঁকে ঘিরে কোনও উন্মামদা ছিল না। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে তাঁর আত্মীয় বা অনুগামী কারও উপস্থিতিও চোখে পড়েনি। এমনকী, তিনি দিল্লিতে কোথায় উঠেছেন সেটাও ঠিক মতো তথ্য মেলে।