জলপাইগুড়ির ভট্টাচার্য দম্পতির আত্মহত্যায় প্ররোচনার মামলায় ফের গোপন জবাববন্দি দিতে চেয়ে আবেদন করলেন ওই দম্পতির মেয়ে তানিয়া ভট্টাচার্য। বৃহস্পতিবার এই মামলার তদন্তকারী অফিসারকে লিখিত আবেদন জানান তিনি। তানিয়া এদিন জলপাইগুড়ির ডিআইবি অফিসে যান তদন্তকারী অফিসারকে আবেদন জানাতে। সেখানে তানিয়া বলেন, গত ১০ এপ্রিল একবার আমার গোপন
জবাববন্দি হয়েছিল। কিন্তু আমাকে সেই সময় মানষিক ভাবে অত্যাচার করা হয়েছিল। আমি ভয়ে গোপন জবাব বন্দি দিয়েছিলাম। নতুন করে গোপন জবান বন্দি দেবার জন্য আবেদন করেছি তদন্তকারী অফিসারের কাছে। এখন দেখি আবার কবে গোপন জবানবন্দি করানোর ডাক পড়ে।
উল্লেখ্য, গত ১ এপ্রিল জলপাইগুড়ির পান্ডা পাড়ার বাড়িতে অপর্ণা ভট্টাচার্য ও সুবোধ ভট্টাচার্য আত্মহত্যা করেন। তাদের বাড়ি থেকে চার পাতার সুইসাইড নোট উদ্ধার হয়। সেই সুইসাইড নোটে জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি, কাউন্সিলর সন্দীপ ঘোষ সহ মনোময় সরকার ও সোনালী বিশ্বাসের নাম উঠে আসে। এরপর সুবোধ ভট্টাচার্যের দিদি শিখা চ্যাটার্জি কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করেন চার জনের নামে। পুলিশের কাছে ও আদালতে তিনজন আত্মসমর্পণ করেন। মূল অভিযুক্ত সৈকত চ্যাটার্জি বর্তমানে পলাতক। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এরই মাঝে এদিন তানিয়া ভট্টাচার্য ফের গোপন জবাববন্দি দিতে চেয়ে আবেদন করায় রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে।