ইছামতী নদী থেকে দুটি শিশুর রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বনগাঁয়। বুধবার দুপুরে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার ঘাট থেকে ওই দেহ দুটি পুলিশ উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, দুপুর থেকে ওই দুই শিশুর পরিচয় পাওয়ার জন্য তারা তল্লাশি চালায়। শেষমেশ তাঁদের পরিচয় জানা যায়। মৃত শিশু দুটির বাড়ি বাগদা থানার সিন্দানী গ্রাম পঞ্চায়েতের বগুলা পাড়া এলাকায়৷ বাবা বলরাম ঘোষ পেশায় রিকশা চালক৷ মা মালতি ঘোষ৷ তাদেরই দুই সন্তান বছর তিনের ছেলে দেবব্রত ঘোষ ও বছর পাঁচেকের মেয়ে সোনালী ঘোষ।
শিশুদের পরিবার সূত্রে জানাগিয়েছে, মঙ্গলবার মা মালতী ঘোষ দুই সন্তানকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল, তারপর আর ফেরেনি৷ বাবা বলরাম বিকেলে কাজ থেকে বাড়ি ফিরে দেখে দরজায় তালা দেওয়া৷ পরিবারের লোকজন রাতে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে রাতেই বাগদা থানায় নিখোঁজ ডাইরি করে৷ বুধবার দুপুরে তারা খবর পান বাচ্চা দুটি নদীতে মৃত অবস্থায় ভেসে উঠেছে৷ ঘটনার তদন্তে নেমে পুলিশ বাবা বলরাম ঘোষকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। মা মালতি ঘোষ এখনও নিখোঁজ৷ এই ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ৷
স্থানীয় বিদায়ী পঞ্চায়েত প্রধান সৌমেন ঘোষ বলেন, আমরা শুনেছি বনগাঁ ইছামতি নদীর ঘাটে দুটি শিশুর দেহ উদ্ধার হয়েছে তাদের বাড়ি বগুলা গ্রামে৷ প্রকৃত ঘটনা পুলিশ তদন্ত করেই বলতে পারবে৷