সবকিছুর উর্দ্ধে দেশের নিরাপত্তা। কিন্তু কংগ্রেস তা নিয়ে উদাসীন হয়েছিল। শনিবার নন্দুরবারের নভাপুরে নির্বাচনী জনসভা দাঁড়িয়ে এমনই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন নির্বাচনী জনসভায় জাতীয়তাবাদের গুরুত্ব ব্যক্ত করত গিয়ে তিনি জানিয়েছেন, বীর সাভরকরকে কংগ্রেস কখনও সম্মান জানায়নি। দেশবাসী তাঁকে বীর উপাধি দিয়েছিলেন। তিনি চিরকাল ভারত মায়ের জন্য লড়াই চালিয়ে গিয়েছিলেন। মহারাষ্ট্রের পাশাপাশি গোটা ভারতের গর্ব ও সুপুত্র ছিলেন বীর সাভরকর। কংগ্রেস তাঁকে অপমানিত করার জন্য উঠে পড়ে লেগেছে। ছত্রপতি শিবাজি, বীর সাভরকর আর বালগঙ্গাধর তিলকের মতো মহান দেশভক্তের ভূমি হচ্ছে মহারাষ্ট্র।
এদিন ৩৭০ ধারা বিলুপ্তি নিয়েও কংগ্রেস এবং এনসিপির বিরুদ্ধে সরব হয়ে তিনি বলেন, এনসিপি এবং কংগ্রেস নেতারা বলছেন মহারাষ্ট্রের নির্বাচনে কেন ৩৭০ ধারা বিলুপ্ত প্রসঙ্গ তুলছে। শরদ পাওয়ার এবং কংগ্রেসের বোঝা উচিত এখানকার প্রতিটি শিশু দেশের জন্য সর্বস্ব অপর্ণ করার জন্য প্রস্তুত। মাওবাদ প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, একটা সময় মনে করা হতো উন্নয়ন হচ্ছে না বলেই মাওবাদ বেড়ে চলেছে। কিন্তু বাস্তবে মাওবাদীরা একেবারে উন্নয়ন বিরোধী। আদিবাসী অধ্যুষিত অঞ্চলে বিদ্যুত, পানীয় জল, শিক্ষা, রেল এবং হাসপাতাল স্থাপন করতে বাধা দিচ্ছে মাওবাদীরা। কিন্তু বিগত পাঁচ বছরে মাওবাদের উপর লাগম টানতে সক্ষম হয়েছেন প্রধানমন্ত্রী। পৃথিবীতে দুইটি দেশ নিজেদের জওয়ানদের রক্তের প্রতিশোধ নিয়েছে। একটি আমেরিকা আর দ্বিতীয়টি ইজরায়েল। এই তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয় দেশ হিসেবে ভারতের নাম যুক্ত করেছেন। জাতীয়তাবাদকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বীর জওয়ানদের রক্ষা করার জন্য কাজ করে চলেছে বিজেপি সরকার।
তিনি আরও জানিয়েছেন, দেশে যতগুলি ব্লক রয়েছে তাতে একটি করে একলব্য মডেল স্কুল তৈরি করার কাজ শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব থেকে বেশি আদিবাসী এবং অনগ্রসর শ্রেণীর সাংসদ বিজেপির রয়েছে। ১১৫টি আদিবাসী অধ্যুষিত জেলা পিছিয়ে ছিল। প্রধানমন্ত্রী হওয়ার পর সেই সকল জেলায় দ্রুত উন্নয়নের কাজ তরাম্বিত করেছেন নরেন্দ্র মোদী। গরিব ঘর থেকে উঠে এসেছেন নরেন্দ্র মোদী। তাই তিনি গরিবদের দুঃখ বুঝতে পারেন। দেশজুড়ে গরিবদের জন্য ১০ কোটি শৌচালয় গড়া হয়েছে। শরদ পাওয়ার বলেন, মোদী ও অমিত শাহ শৌচালয়ের উন্নয়ন করেছেন। যে ঘরে শৌচাগার নেই সেখানে মা, বোনেদের দুঃখ শরদ পাওয়ার অনুভব করতে ব্যর্থ হয়েছেন। হিন্দুস্থান সমাচার / শুভঙ্কর
2019-10-19